Waseem Akram

ভারতের বিরুদ্ধে স্মিথদের এগিয়ে রাখছেন আক্রম

তবে পাকিস্তানের প্রাক্তন বাঁ-হাতি পেসার স্বীকার করেছেন, ভারতের বোলিং আক্রমণও দারুণ। যে কারণে লড়াইটা খুব ভাল হবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২০ ০৫:০১
Share:

মুগ্ধ: ভারতীয় বোলিংয়ের উত্থানের প্রশংসায় আক্রম। ফাইল চিত্র।

আইপিএল শেষ হওয়ার পরেই বেজে উঠবে ভারত বনাম অস্ট্রেলিয়ার ক্রিকেট দ্বৈরথের বাজনা। যেখানে সাদা বলের ক্রিকেট ছাড়াও থাকবে বহু আলোচিত চার টেস্টের সিরিজও। সেই সিরিজে অস্ট্রেলিয়াই এগিয়ে থাকবে বলে মনে করেন ওয়াসিম আক্রম।

Advertisement

পাকিস্তানের কিংবদন্তি পেসার একটি ওয়েবসাইটে বলেছেন, ‘‘অস্ট্রেলিয়ার ফাস্ট বোলিং আক্রমণ এই মুহূর্তে বিশ্বের সেরা। ওদের দলে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হেজ্‌লউডের মতো পেসার আছে। পাশাপাশি আরও কয়েক জন ভাল বোলারও আছে। লড়াইটা জমবে, তবে আমার ধারণা অস্ট্রেলিয়াই ফেভারিট হিসেবে শুরু করবে এই সিরিজ।’’

তবে পাকিস্তানের প্রাক্তন বাঁ-হাতি পেসার স্বীকার করেছেন, ভারতের বোলিং আক্রমণও দারুণ। যে কারণে লড়াইটা খুব ভাল হবে। আক্রমের কথায়, ‘‘মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, নবদীপ সাইনি এবং বাকিরাও বেশ ভাল।’’ বিরাট কোহালির দলের আরও একটা ব্যাপার ভাল লেগেছে আক্রমের। তা হল, আত্মবিশ্বাস। আক্রম বলেছেন, ‘‘ভারতীয় ক্রিকেটারদের শরীরী ভাষায় এখন বোঝা যায়, ওরা নিজেদের উপরে কতটা আস্থা রাখে। কতটা পরিশ্রম ওরা করে, তাও ওদের দেখে বোঝা যায়।’’ এর পর মজা করে যোগ করেছেন, ভারতীয় ক্রিকেটারেরা এখন ‘থোড়ে বদমাশ হো গয়ে হ্যায়।’’ আক্রম এ-ও মনে করেন, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ফিরে আসায় অস্ট্রেলিয়ার শক্তি বেড়ে যাবে। তবে তাঁর ধারণা, পিচের উপরে অনেক কিছু নির্ভর করবে। আক্রমের মন্তব্য, ‘‘কোকাবুরা বল পুরনো হয়ে গেলে উইকেট পাওয়া কঠিন হয়ে যায়। তখন রান আটকানোর উপায় খুঁজে বার করতে হবে।’’ আইপিএল শেষ হলেই দুবাই থেকে ভারতীয় ক্রিকেটারেরা সোজা অস্ট্রেলিয়া উড়ে যাবেন। শেষ সফরে কোহালিরা টেস্ট সিরিজ জিতেছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement