Cricket

পাকিস্তানকে ছিটকে দিতে ইচ্ছা করে ম্যাচ হারে ভারত, দাবি প্রাক্তন পাক তারকার

ধোনি এবং তাঁর সঙ্গী কেদার যাদবকে মারমুখী ব্যাটিং করতে দেখা যায়নি। জেতার সমীকরণ ভারতের জন্য কঠিন হলেও, তা অসম্ভব ছিল না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জুন ২০২০ ১৫:০৩
Share:

ভারত ও ইংল্যান্ড ম্যাচ নিয়ে যত বিতর্ক। —ফাইল চিত্র।

বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে ইচ্ছা করেই ভারত ম্যাচ হেরেছে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আবদুর রজ্জাক এমনই অদ্ভুত দাবি করেছেন সে দেশের সংবাদ মাধ্যমের কাছে।

Advertisement

ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোকসের বই ‘অন ফায়ার’-এ সেই ম্যাচ প্রসঙ্গে লেখার পরেই আরও এক বার অনুবীক্ষণ যন্ত্রের নীচে চলে এসেছে ভারত-ইংল্যান্ডের সেই বিতর্কিত ম্যাচ। স্টোকস তাঁর বইতে লিখেছেন, মহেন্দ্র সিংহ ধোনির ধীর লয়ে ব্যাটিং দেখে তিনি বিস্মিত হয়েছিলেন। রজ্জাক সেই ম্যাচ নিয়ে বলছেন, পাকিস্তানকে ছিটকে দেওয়ার জন্যই ভারত জেতার চেষ্টা করেনি ইংল্যান্ডের বিরুদ্ধে।

রজ্জাক বলেছেন, ‘‘ভারত যে ইচ্ছা করে ম্যাচটা হেরেছে, সে বিষয়ে কোনও সন্দেহই নেই। আমি আগেও বলেছিলাম। প্রত্যেক ক্রিকেটারেরই ম্যাচটা দেখে সেটাই মনে হবে। যে প্লেয়ার ছক্কা-চার মারতে দক্ষ, সেই ক্রিকেটার ঠুকঠুক করছে, এটা দেখলেই তো বোঝা যায়।’’

Advertisement

আরও পড়ুন: ধোনি আর বিরাটের এই দুটো দিক আমার খুবই পছন্দের, বললেন হার্দিক​

সে দিন ধোনি এবং তাঁর সঙ্গী কেদার যাদবকে মারমুখী ব্যাটিং করতে দেখা যায়নি। জেতার সমীকরণ ভারতের জন্য কঠিন হলেও, তা অসম্ভব ছিল না। বিশেষ করে যখন ক্রিজে ধোনি ছিলেন। কিন্তু ধোনি চার-ছয়ের রাস্তায় না গিয়ে সিঙ্গলস নেন। তাঁর এমন ব্যাটিং নিয়ে সন্দেহ দানা বাঁধে স্টোকসের মনে। সেই কারণেই ইংল্যান্ডের তারকা ক্রিকেটার লিখেছেন তাঁর বইতে, ম্যাচ জেতার ইচ্ছা ছিল না সে দিন। রজ্জাক এর মধ্যে অন্য গন্ধ পাচ্ছেন। তিনি চান আইসিসি যেন ম্যাচটা নিয়ে কড়া হয়।

ভারতের নাম না নিয়ে প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার বলেছেন, ‘‘আমার মতে, আইসিসি-র জরিমানা করা উচিত। একটা দলকে ছিটকে দেওয়ার জন্য অন্য কোনও দল যদি ইচ্ছা করে ম্যাচ হেরে যায়, তা হলে সেই দলকে তো জরিমানা করাই উচিত।’’ ফলে ভারত-ইংল্যান্ড ম্যাচ শেষ হয়েও যেন শেষ হয়নি! এখনও চলছে কাটাছঁড়া। অভিযোগের আঙুল তোলা হচ্ছে ভারতের দিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement