ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের নিয়ে সর্বকালের সেরা টেস্ট দল। বেছে নিলেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। বর্তমানে ধারাভাষ্যকার, আকাশের মতে, কাজটা রীতিমতো কঠিন ছিল। তাঁর দলে দেখা গিয়েছে ভারতীয় ব্যাটসম্যানের আধিক্য। অবশ্য দলের অধিনায়ক পাকিস্তানেরই এক জন। তবে দলে উল্লেখযোগ্য অনুপস্থিতি বিরাট কোহালি। দেখে নেওয়া যাক আকাশের ভারত-পাক সম্মিলিত টেস্ট একাদশ।
ওপেনিংয়ে অবশ্যই সুনীল গাওস্কর। আকাশের মতে, ‘লিটস মাস্টার’ যে থাকবেন, তা নিয়ে কোনও সংশয় নেই। টেস্টে ১০,১২২ রানের মালিক অবধারিত ভাবেই ওপেন করবেন। টেস্ট ইতিহাসের সেরা ওপেনারদের অন্যতম তিনি। লম্বা ইনিংসে দলকে টানবেন টেস্টে ৩৪ সেঞ্চুরির মালিক।
গাওস্করের সঙ্গী ওপেনার হলেন বীরেন্দ্র সহবাগ। আক্রমণাত্মক বীরুর সঙ্গে গাওস্করের জুটি জমবে ভাল, তেমনটাই মত আকাশের। দ্রুত রান করার ক্ষমতা ধরেন সহবাগ। যে কোনও বোলিং আক্রমণকে ছিন্নভিন্ন করতে পারেন তিনি। তিনিই একমাত্র ভারতীয় যিনি টেস্টে তিনশো রান করেছেন। আর সেটাও করেছেন দু’বার।
তিনে, কোনও সন্দেহ নেই, আসবেন রাহুল দ্রাবিড়। ‘শ্রীযুক্ত নির্ভরযোগ্য’র উপস্থিতিই দলে আনছে নির্ভরতা। কঠিন পরিস্থিতিতে উইকেটে টিকে থেকে দলকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেওয়ার ভূমিকায় অজস্র বার দেখা গিয়েছে তাঁকে।
চারে অবধারিত ভাবেই সচিন তেন্ডুলকর। ২০০ টেস্টে ১৫৯২১ রান করেছেন তিনি। যার মধ্যে রয়েছে ৫১ শতরান। টেস্টে মোট রানে ও শতরানে তিনি এখনও সবার উপরে। সচিন চার নম্বরে নামা মানে আকাশের দলে প্রথম চার ব্যাটসম্যানই হলেন ভারতীয়।
পাকিস্তানের মিডল অর্ডারে উপরের দিকে নামলেও আকাশের দলে পাঁচ নম্বরে নামবেন ইনজামাম উল হক। ১২০ টেস্টে ৮৮৩০ রান করেছেন তিনি। গড় ৪৯.৬০। সেঞ্চুরির সংখ্যা ২৫। হাফ-সেঞ্চুরির সংখ্যা ৪৬। সর্বাধিক ৩২৯।
ছয়ে আরও এক জন পাকিস্তানের ব্যাটসম্যান থাকছেন। তিনি জাভেদ মিয়াঁদাদ। এত পরে নামার কথা নয় তাঁর। কিন্তু, দ্রাবিড়, সচিন, ইনজি থাকায় মিয়াঁদাদের জন্য এর আগে জায়গা হচ্ছে না আকাশের দলে। ১২৪ টেস্টে ৫২.৫৭ গড়ে ৮৮৩২ রান করেছেন তিনি। সেঞ্চুরির সংখ্যা ২৩।
উইকেটকিপার হিসেবে প্রাথমিক ভাবে রাহুল দ্রাবিড়ের কথা ভেবেছিলেন আকাশ। কিন্তু তিন নম্বরে নামা কোনও ব্যাটসম্যানের পক্ষে তা বড্ড বেশি চাপের হয়ে পড়বে বলে মনে হয়েছে তাঁর। উইকেটকিপার হিসেবে তাই মহেন্দ্র সিংহ ধোনিকে রেখেছেন। ৯০ টেস্টে ৪৮৭৬ রানের পাশাপাশি ২৫৬ ক্যাচ ও ৩৮ স্টাম্পিং করেছেন তিনি।
আকাশের দলে এর পর থাকছেন দুই অলরাউন্ডার। আটে নামবেন কপিল দেব। যা দলের ব্যাটিং গভীরতা বাড়াচ্ছে। ১৩১ টেস্টে ব্যাটে ৫২৪৮ রান করেছেন কপিল। শতরানের সংখ্যা আট। এর সঙ্গে নিয়েছেন ৪৩৪ উইকেট। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ২৩ বার। ম্যাচে ১০ উইকেট নিয়েছেন দু’বার।
আকাশের দলের অধিনায়ক হলেন ইমরান খান। কপিলের মতো যিনিও অলরাউন্ডার হিসেবেই প্রসিদ্ধ। ৮৮ টেস্টে ছয় শতরান সহ ৩৮০৭ রান এসেছে তাঁর ব্যাটে। নিয়েছেন ৩৬২ উইকেট। ২৩ বার ইনিংসে নিয়েছেন পাঁচ উইকেট। ছয় বার ম্যাচে নিয়েছেন ১০ উইকেট।
আকাশের দলের একমাত্র বাঁ-হাতি হলেন ওয়াসিম আক্রম। যাঁকে অনেকেই মনে করেন ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা বাঁ-হাতি পেসার। ১০৪ টেস্টে ৪১৪ উইকেট নিয়েছেন তিনি। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ২৫ বার। ম্যাচে ১০ উইকেট নিয়েছেন পাঁচ বার।
দলের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হলেন অনিল কুম্বলে। ভারতীয় এই লেগস্পিনার খেলেছেন ১৩২ টেস্ট। নিয়েছেন ৬১৯ উইকেট। উইকেটের বিচারে এই দলে শীর্ষে তিনিই রয়েছেন। ৩৫ বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। আর ম্যাচে ১০ উইকেট নিয়েছেন আট বার।
আকাশের দলের দ্বাদশ ব্যক্তি হলেন ওয়াকার ইউনিস। ওয়াকারকে এগারো জনের বাইরে রাখা খুব কঠিন ছিল বলে মেনেও নিয়েছেন আকাশ। ৮৭ টেস্টে ৩৭৩ উইকেট নিয়েছেন ইউনিস। ২২ বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। ম্যাচে ১০ উইকেট নিয়েছেন পাঁচ বার।