অস্ট্রেলিয়ায় অনুশীলনে ভারতীয় দল। ছবি: বিসিসিআই
অস্ট্রেলিয়ায় ভারতীয় ক্রিকেট দল যে হোটেলে রয়েছে তার ৩০ কিলোমিটার দূরে ভেঙে পড়ল একটি ছোট বিমান। সিডনির ক্রোমার পার্কের মধ্যে বিমানটি ভেঙে পড়ে বলে জানা গিয়েছে।
অস্ট্রেলীয় সময় বিকেল সাড়ে ৪টের কিছু আগে ভেঙে পড়ে ওই বিমানটি। সেই সময় স্থানীয় ছেলেমেয়েরা সেই পার্কে খেলছিল। ক্রোমার ক্রিকেট ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, গ্রেগ রোলিনস বলেন, “আমি চিৎকার করতে থাকি ঘটনাটা দেখে। বলি দৌড়াও। ওরা দৌড়াতে শুরু করে।” তিনি আরও বলেন, “বিমান থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। আমার মনে হচ্ছিল এখনই মাঠ থেকে সকলকে বের করে দিতে হবে। এক জনের মুখে আঘাত লাগে। যদিও ভাল খবর এটাই যে সকলেই বেঁচে রয়েছে।”
শনিবার ভারতীয় দল অস্ট্রেলিয়াতে পৌঁছনোর পর প্রথম অনুশীলনে নামে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজ দিয়েই করোনার সময় প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামছে ভারত।
আরও পড়ুন: আজ থেকে ঠিক ৩১ বছর আগে... সচিনের ছবি পোস্ট করল বিসিসিআই
আরও পড়ুন: স্মিথের হুঙ্কার, শর্ট বল করে দেখাক ভারত