টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশার ধারে কাছে পৌঁছতে পারেননি হার্দিক পাণ্ড্য। পাঁচটি ম্যাচ খেলে মাত্র ৬৯ রান করেছেন। বল করেছেন মাত্র চার ওভার। রান দিয়েছেন ৪০।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকেও বাদ পড়তে হয়েছে ভারতীয় দলের এই অলরাউন্ডারকে।
মাঠে পারফরম্যান্স যে রকমই হোক না কেন, মাঠের বাইরের ঘটনায় বার বার খবরের শিরোনামে হার্দিক।
মঙ্গলবার দুবাই থেকে ফেরার পথে মুম্বই বিমানমন্দরে তাঁর কাছ থেকে দু’টি দামি ঘড়ি আটক করেন শুল্ক বিভাগের আধিকারিকরা।
বিশ্বকাপ শেষে ভারতীয় দলের সঙ্গে দেশে ফেরার পরে মুম্বই বিমানবন্দরে হার্দিকের কাছে দু’টি দামি ঘড়ি দেখতে পান সেখানে কর্মরত শুল্ক বিভাগের আধিকারিকরা।
ঘড়ি দু’টি কেনার বিল দেখতে চাইলে হার্দিক নাকি তা দেখাতে পারেননি। তার পরে সেগুলি বাজেয়াপ্ত করা হয়।
শুল্ক বিভাগের দাবি, ঘড়ি দু’টির দাম প্রায় পাঁচ কোটি টাকা। যদিও হার্দিক জানান, ঘড়ির দাম দেড় কোটি টাকা।
দামি ঘড়ির প্রতি হার্দিকের ঝোঁক অনেক দিনের। দেখে নেওয়া যাক মুম্বই ইন্ডিয়ান্সের এই ক্রিকেটারের কাছে কী কী দামি ঘড়ি আছে।
একটি প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী হার্দিকের কাছে মোট ১১ কোটি টাকার ঘড়ি আছে।
গত ১৩ অগস্ট ইনস্টাগ্রামে একটি ছবি দেন হার্দিক। তাতে দেখা যাচ্ছে তাঁর হাতে রয়েছে পাতেক ফিলিপ নটিলাস প্ল্যাটিনাম ৫৭১১ ঘড়ি। এর দাম ৫ কোটি টাকারও বেশি।
ভারতীয় টেস্ট এবং একদিনের দলের অধিনায়ক বিরাট কোহলীও এই পাতেক ফিলিপের ঘড়ি পরেন।
এই বছর জুন মাসে নিজের বাড়িতে রান্না করার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন হার্দিক। সেখানে দেখা যাচ্ছে তাঁর হাতে রয়েছে রোলেক্স অয়েস্টার পারপেচুয়াল ডেটোনা কসমোগ্রাফ ঘড়ি। বাজারে এই ঘড়ির দাম ১ কোটি টাকার কাছাকাছি।
গত বছর অক্টোবরে একটি বিজ্ঞাপনের শ্যুট করছিলেন হার্দিক। সেখানে তাঁর হাতে আরও একটি পাতেক ফিলিপ ঘড়ি দেখা যায়। এটি নটিলাস ৫৭১২আর। এই ঘড়ির দাম ১ কোটি ৬৫ লক্ষ টাকা।