মেদিনীপুর সুইমিং ক্লাবে প্রশিক্ষণের ফাঁকে ছয় সাঁতারু। নিজস্ব চিত্র।
জাতীয় স্তরের সাঁতার প্রতিযোগিতায় যোগ দিতে যাচ্ছে পশ্চিম মেদিনীপুরের ৬ জন। সকলেই মেদিনীপুর সুইমিং ক্লাবের ছাত্রছাত্রী। শুক্রবার এ কথা জানান সুইমিং ক্লাবের সম্পাদক তপনকুমার সাহা। তিনি বলেন, ‘‘৬ জন রাজ্য প্রতিযোগিতায় সফল হয়েছে। আশা করি, জাতীয় প্রতিযোগিতাতেও সফল হবে।”
গত ২ থেকে ৫ জুন রিষড়ায় অনুষ্ঠিত হয় রাজ্য বয়স ভিত্তিক সাঁতার প্রতিযোগিতা। সাঁতারে সফল হয় মেদিনীপুরের প্রাঞ্জল পাত্র এবং সৃজিতা ঘোষ। ডাইভিং-এ সফল হয় চন্দন বেরা, ঋত্বিক দাস, নীলেশ গায়েন এবং দিগ্বিজয় পণ্ডিত। ২৯ জুন থেকে ২ জুলাই বেঙ্গালুরুতে আয়োজিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় এই ৬ জন যোগ দেবে। তপনবাবু জানান, প্রাঞ্জল এবং সৃজিতা রাজ্যে শুধু নিজেদের বিভাগে প্রথমই হয়নি, নতুন রেকর্ডও করেছে। সৃজিতা ৫০ মিটার সাঁতার শেষ করেছে ৩৩.৪১ সেকেন্ডে, প্রাঞ্জল ৫০ মিটার সাঁতার শেষ করেছে ৩১.৭০ সেকেন্ডে। এ দিন প্রশিক্ষকদেরও অভিনন্দন জানান ক্লাব কর্তৃপক্ষ।