Basketball

যুব বাস্কেটবল প্রতিযোগিতায় জাতীয় চ্যাম্পিয়ন রাজস্থান, হাওড়ায় হল ফাইনাল

বৃহস্পতিবার প্রতিযোগিতার ফাইনালে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরুপ রায়, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি-সহ বিশিষ্টেরা। এ ছাড়া ছিলেন বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়া ও ওয়েস্ট বেঙ্গল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ১৯:৩১
Share:

জয়ী দলের সঙ্গে মনোজ তিওয়ারি, অরুপ রায়-সহ অন্যান্যরা। ছবি: সংগৃহীত।

হাওড়া ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হল ৩৯তম জাতীয় যুব বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল। পুরুষ বিভাগে কর্ণাটককে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাজস্থান। মহিলা বিভাগে তামিলনাড়ুকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কর্ণাটক। জয়ের পর উচ্ছাসে মেতে ওঠে বিজয়ী টিমের খেলোয়াড়রা।

Advertisement

বৃহস্পতিবার প্রতিযোগিতার ফাইনালে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরুপ রায়, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি-সহ বিশিষ্টেরা। এ ছাড়া উপস্থিত ছিলেন বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়া ও ওয়েস্ট বেঙ্গল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। এই দুই সংস্থার উদ্যেগে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। গত ২৯ নভেম্বর শুরু হয়েছিল এই প্রতিযোগিতা।

ফাইনাল প্রতিযোগিতার পর জয়ী এবং রানার্স দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। ওয়েস্ট বেঙ্গল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সলমন নেশাকুমার বললেন, “খুব সুন্দরভাবে এই প্রতিযোগিতা করানো সম্ভব হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছেন।” ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি বললেন, “এটা খুবই গর্বের ব্যাপার। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement