Coronavirus

পাকিস্তানের তিন ক্রিকেটারের সংক্রমণ

আগামী রবিবার ইংল্যান্ড উড়ে যাবে পাকিস্তান দল। তার আগে ক্রিকেটারদের করোনা-পরীক্ষা করা হয়েছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৩ জুন ২০২০ ০৬:০৪
Share:

প্রতীকী ছবি।

পাকিস্তান শিবিরে এবার হানা দিল করোনাভাইরাস। সোমবার এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, দলের তিন ক্রিকেটার শাদাব খান, হ্যারিস রৌফ এবং হায়দার আলির শরীরে করোনাভাইরাস পজিটিভ ধরা পড়েছে। তাঁদের নিভৃতবাসে পাঠানো হয়েছে।

Advertisement

আগামী রবিবার ইংল্যান্ড উড়ে যাবে পাকিস্তান দল। তার আগে ক্রিকেটারদের করোনা-পরীক্ষা করা হয়েছিল। রবিবার রাওয়ালপিন্ডিতে করোনার পরীক্ষা হয়েছিল এই তিন ক্রিকেটারের। এ দিন রিপোর্টে দেখা যায়, তাঁরা করোনা-আক্রান্ত। পিসিবি বিবৃতিতে বলেছে, “করোনা আক্রান্ত হলে যে উপসর্গ দেখা যায়, তা এই তিন ক্রিকেটারের মধ্যে দেখা যায়নি। পিসিবি-র মেডিক্যাল প্যানেল এদের সঙ্গে যোগাযোগ রেখেছে এবং নিভৃতবাসে যাওয়ার পরামর্শ দিয়েছে।”

যে তিনজনের করোনা ধরা পড়েছে, তাঁদের মধ্যে শাদাব খানই এখন পাকিস্তান ক্রিকেটে পরিচিত নাম। হ্যারিস দেশের হয়ে মাত্র দুটি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন। হায়দার আলি এই প্রথম বার জাতীয় দলে ডাক পেলেন। কিন্তু তিন ক্রিকেটারের করোনা সংক্রমণ তুলে দিয়েছে নতুন প্রশ্ন। দলের বাকিরা কি এই ভাইরাসের হাত থেকে নিজেদের রক্ষা করতে পেরেছেন? পিসিবি জানিয়েছে, দলের অন্য দুই ক্রিকেটার ইমাদ ওয়াসিম এবং উসমান শিনওয়ারির করোনা পরীক্ষা হয়েছিল রাওয়ালপিন্ডিতে। সেই রিপোর্ট নেগেটিভ এসেছে। দলের অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক এবং বোলিং কোচ ওয়াকার ইউনিসের করোনা-পরীক্ষা হয়েছে যথাক্রমে লাহৌর এবং পেশোয়ারে। তাঁদের পরীক্ষার ফল বোর্ডের হাতে এলে ছবিটা স্পষ্ট হবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement