ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর আর্মি দলের উচ্ছ্বাস। ছবি: পিটিআই।
ডুরান্ড কাপের সেই দিন আর নেই। হারিয়েছে ঐতিহ্য। চলে গিয়েছে সব গ্ল্যামার। যখন দেশের সব বড় বড় দলগুলি মুখিয়ে থাকত এই টুর্নামেন্ট খেলার জন্য। সেদিন আর নেই। ইস্টবেঙ্গল, মোহনবাগানের মতো দল তো ছিলই। ছিল গোয়ার বড় দলগুলিও। কিন্তু ক্রমশ নিজের জায়গা হারিয়েছে ডুরান্ড কাপ। আজকাল ডুরান্ড থেকে মুখ ফিরিয়ে সব বড় দলই। এমন অবস্থার মধ্যেই শেষ হল এ বারের ডুরান্ড কাপ। ১২৮তম ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হল আর্মি গ্রীন দল। এই প্রথম এই ট্রফি ঘরে তুলল তারা।
টানটান উত্তেজনার ম্যাচের নির্ধারিত সময় শেষ হয় গোলশূন্য ভাবেই। অতিরিক্ত সময়ও গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর্মি গ্রীনের প্রতিপক্ষ ছিল মণিপুরের নেরোকা এফসি। পেনাল্টি শুট আউটে ম্যাচ ড্র হয় ৪-৪ গোলে। সাডেন ডেথে বাজিমাত আর্মির। ম্যাচের ফল ৬-৫। নেরোকার হয়ে গোবিন সিংহর শট পোস্টে লেগে ফিরতেই মণিপুরের দলের সব আশা শেষ হয়ে যায়। পেনাল্টি শুট আউটে গোল নষ্ট করেন আর এক ভারতীয় দলের জার্সিতে খেলা সুশীল সিংহ।
আরও খবর
মাথায় চোট নিয়ে হাসপাতালে লুকা অ্যান্তোনেলি