ছবি: ইন্সটাগ্রামের সৌজন্যে।
শাড়ি নয়, শর্ট ড্রেস নয়, নয় কোনও অচেনা পোশাক। নতুন ফ্যাশন বস্ত্র হিসেবে উঠে এল মুসলিম মহিলাদের পোশাক হিজাব। সৌজন্যে ইতালীয় ফ্যাশন হাউজ ‘ডোলকে অ্যান্ড গাবানা’। চলতি মাসের শুরুতেই এই ডিজাইনার হাউস বাজারে এনেছে হিজাবের একটা বড় কালেকশন। বিশ্ব জুড়ে মুসলিম মহিলারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে অনেকেই আবার হিজাবের ফ্যাশন নিয়ে কটাক্ষ করেছেন। ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার ডিনা টোরকিয়ার কথায়, ‘‘আমার মনে হচ্ছে আমার খুশি হওয়া উচিত। কিন্তু খুশি হতে পারছি না। কারণ হিজাবের ফ্যাশন মুসলিম মেয়েদের সমাজে আলাদা করে দিচ্ছে, যেটা ঠিক নয়।’’ তবে ‘ডোলকে অ্যান্ড গাবানা’ কর্তৃপক্ষ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মুসলিম মহিলারা হিজাবের ফ্যাব্রিক, রঙ নিয়ে এক্সপেরিমেন্ট করছেন। সেকথা মনে রেখেই তাঁদের এই নয়া কালেকশন।