আত্মীয়ের মতো হাত ধরে রয়েছেন তারা...

দাদুর হাত ধরে উল্টো দিকের ক্রসিংয়ে... উল্টোপাল্টা দেখলেই বকুনি... এই সব মিলিয়েই নিজের ইচ্ছেডানার সহজ উড়ান দিয়েছেন তারামণি। এই নারী দিবসে আপনাকে স্যালুট।

Advertisement

সায়ন্তন মুখোপাধ্যায়

শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৮ ১৭:২৪
Share:

তারামণি দাস। পার্ক স্ট্রিট চত্বরে আপনারা নিশ্চয়ই তাঁকে দেখেছেন। তিনি বলছেন, ‘‘পরিবারে কেউ কখনও বাধা দেয়নি। কাজটা আমার করতে খুবই ভাল লাগে। ইচ্ছে করে বেছে নিয়েছি, যাতে মানুষকে সাহায্য করতে পারি রাস্তা পার হতে। গর্বের সঙ্গে কাজ করি।’’

Advertisement

আটটা আটের বা ছ’টা ছাব্বিশের কিংবা সাতটা সতেরোর বনগাঁ লোকাল ধরে চলে আসেন কলকাতা। পার্ক স্ট্রিট মোড়ে এসে ‘কলকাতা পুলিশ’ লেখা টুপি পরে শুরু করে দেন। নারী দিবস নামটা শুনেছেন কিন্তু খায় না মাথায় দেয় তা তারার মনে পড়ছে না। আবার সময়টাও যে নেহাতই কম, মানুষের সাহায্য করতে হবে না...

দেখুন ভিডিও:

Advertisement

দাদুর হাত ধরে উল্টো দিকের ক্রসিংয়ে... উল্টোপাল্টা দেখলেই বকুনি... এই সব মিলিয়েই নিজের ইচ্ছেডানার সহজ উড়ান দিয়েছেন তারামণি। এই নারী দিবসে আপনাকে স্যালুট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement