গরমে মেক আপের ৫ স্মার্ট টিপ্‌স

চৈত্র মাস চলছে। গরমও জানান দিচ্ছে। সকালে উঠে অফিস, কলেজ পৌঁছতে পৌঁছতেই ঘেমে নেয়ে একসা। এই সময় কী ভাবে স্মার্ট মেক আপ করবেন? জেনে নিন পাঁচ টিপ্‌স।

Advertisement
শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৬ ১৪:৫১
Share:

চৈত্র মাস চলছে। গরমও জানান দিচ্ছে। সকালে উঠে অফিস, কলেজ পৌঁছতে পৌঁছতেই ঘেমে নেয়ে একসা। এই সময় কী ভাবে স্মার্ট মেক আপ করবেন? জেনে নিন পাঁচ টিপ্‌স।

Advertisement

১। সিসি ক্রিম: গরমে মেক আপ করতে হলে দূরে থাকুন ভারী ফাউন্ডেশন থেকে। ঘেমে ফাউন্ডেশন গলে গিয়ে দেখতে যেমন খারাপ লাগবে, তেমন ত্বকের ক্ষতিও হবে। তাই হাল্কা সিসি ক্রিম দিয়ে মেক আপের বেস করুন। এই ক্রিম যেমন ত্বককে হাইড্রেটেড রাখার ফলে বলিরেখা ফুটে ওঠে না। তেমনই এর মধ্যে এসপিএফ ১৫ থাকার কারণে দিনের বেলা চড়া রোদেও এই ক্রিম ত্বককে রক্ষা করে।

২। ক্লিনিকাল ডিওডর‌্যান্ট: গরমে শুধু সুগন্ধী ডিও়ডর‌্যান্টই যথেষ্ট নয়। অতিরিক্ত গরমে ঘেমে ব্যাকটেরিয়া থেকে দুর্গন্ধ যেমন বেরোতে পারে তেমনই হতে পারে ত্বকের সমস্যা। তাই এই সময় ১০০ শতাংশ ক্লিনিক্যাল ডিওডর‌্যান্ট ব্যবহার করুন। যাতে সারা দিন ফ্রেশ থাকেন।

Advertisement

৩। কম মেক-আপ: শুধু বেস মেক আপের দিকে খেয়াল রাখলেই চলবে না, এই সময় যতটা সম্ভব ন্যাচারাল মেক আপ করুন। চোখের উপরের ও নীচের পাতায় আইলাইনার লাগিয়ে তুলো দিয়ে হাল্কা করে স্মাজ করে নিন। দিনের বেলা হাল্কা পোশাক, নিখুঁত ত্বকের সঙ্গে এই চোখ দেখতে যেমন ভাল লাগবে, তেমনই মেক আপ নিয়ে বেশি চিন্তাও করতে হবে না।

৪। চুল: আপনার চুল যতই সুন্দর হোক না কেন, গরম কালে খুলে রাখা কিন্তু মোটেও ফ্যাশন নয়। ঘামে ভেজা চুল কপালে, ঘাড়ে লেপটে থাকলে দেখতে যেমন খারাপ লাগবে, তেমনই আরামদায়ক নয় ব্যাপারটা। তাই এই সময় চুল বেঁধে রাখুন। বা, না বাঁধলেও হেয়ার ব্যান্ড লাগিয়ে রাখুন যাতে চুল উড়ে মুখে পড়ে আপনাকে বিরক্ত না করে।

৫। ওয়াটার রেজিস্ট্যান্ট প্রডাক্ট: মেক আপ যত অল্পই করুন না কেন, ঘামে ভিজে নষ্ট হোক কেউই চান না। তার উপর এই সময় পুল পার্টি বা রেন পার্টিও থাকে। তাই গরম কালে কাজল, মাস্কারা, ব্লাশার যাই ব্যবহার করুন সব যেন ওয়াটার প্রুফ হয়।

আরও পড়ুন: পিরিয়ডের সময় দুর্বলতা কাটাতে ডায়েটে রাখুন এই ৬ খাবার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement