কন্ডিশনার: যখনই শ্যাম্পু করবেন অবশ্যই কন্ডিশনার ব্যবহার করুন। সিডার ভিনিগার জলে মিশিয়ে বা নারকেল তেল অথবা শিয়া বাটার কন্ডিশনার হিসেবে ব্যবহার করুন।
এক দিকে অতিরিক্ত রোদে চুলের রুক্ষ হয়ে যাওয়া, অন্যদিকে প্যাচপ্যাচে ঘামের চোটে ময়লা জমে চুলের দফারফা। গরম কালের হাত ধরে এসে যায় চুলের এই সমস্যাগুলোও। এই সময় প্রয়োজন অতিরিক্ত যত্ন। জেনে নিন গরমে চুলের যত্ন নেবেন কী ভাবে।
আরও পড়ুন: ঠিক কত দিন অন্তর চুল ট্রিম করা উচিত?