যদি আপনাকে প্রশ্ন করা হত, দেশের সবচেয়ে সুন্দরী কে? নিশ্চিতভাবে কেউ বলতেন ঐশ্বর্যা রাইয়ের নাম, কেউ ঝুঁকতেন অ্যাঞ্জেলিনা জোলির দিকে, কেউ বা মনিকা বেলুচ্চিকে এগিয়ে রাখতেন। কিন্তু অনলাইন গেমরারদের চোখে কিন্তু এঁরা কেউই নিজেদের জায়গা তৈরি করতে পারলেন না। গেমারদের তালিকায় রইলেন কারা?জেনে নিন গ্যালারির পাতা থেকে।
পেট্রো সিলানডের (সুইডেন): ইনি অভিনেত্রী। পাশাপাশি ডিস্ক জকিও। সুইডিশ গেমাররা পছন্দ করেছেন পেট্রোকে।
গেল গ্যাডট (ইজরায়েল): তিনি ‘ওয়ান্ডার ওম্যান’ হিসাবেই বেশি পরিচিত। এই সুন্দরীকে তাদের দেশের সেরার আসনে বসিয়েছেন ইজরায়েলের গেমরাররা।
ক্রিস্টিনা আসমুস (রাশিয়া): সে দেশে মঞ্চ এবং বড় পর্দার পরিচিত মুখ ক্রিস্টিনা। রাশিয়ার ‘সেরা’ মুখ তিনিই।
তাতিয়ানা ইভ মারি (রোম): জনপ্রিয় মিউজিক আর্টিস্ট তিনি। তাঁকেই মনে ধরেছে রোমের গেমারদের।
এমিলি ভো নেরেঙ্গ (নরওয়ে): দেশের মধ্যে তিনি ভো নামেই বেশি জনপ্রিয়। নরওয়ের এই ব্লগারকেই সেরা সুন্দরী মনে হয়েছে গেমারদের।
লুই ইফেই (চিন): গান, অভিনয়, মডেলিং তিনটি ক্ষেত্রেই সফল মুখ লুই। চিনের গেমারদের চোখে তিনিই সেরা সুন্দরী।
জেৎসুন পেমা (ভুটান): ভুটানিদের মতে তাঁদের দেশের রানি পেমাই সেরা সুন্দরী।
লতিজিয়া জিওভানেলি (ফ্রান্স): কাটা কাটা চোখ-নাক, তীক্ষ্ণ দৃষ্টি। ফরাসি এই মডেলের থেকে চোখ ফেরানো দায়। গেমারদের মতও এর ভিন্ন নয়।
আয়েজা খান (পাকিস্তান): টেলিভিশন এবং র্যাশম্পের জনপ্রিয় মুখ আয়েজা। সেরা সুন্দরীর প্রশ্নে পাকিস্তান থেকে তাঁকেই সবচেয়ে বেশি মানুষ পছন্দ করেছেন।
তামান্না ভাটিয়া (ভারত): না, ঐশ্বর্যা থেকে দীপিকা কেউই নেই এই তালিকায়। ভারতীয় গেমারদের মতে দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়াই দেশের সেরা মুখ।