মেডিকে়টে়ড প্যাড বা টিস্যু: যদি অতিরিক্ত তৈলাক্ত ত্বক হয় তাহলেও দিনে দু’বারের বেশি মুখ ধোবেন না।<br> মেডিকেটেড প্যাড বা টিস্যু দিয়ে মুখ মুছে নিন ভাল করে।
রোজই এখন তাপমাত্রা ঘোরাফেরা করছে ৪০ ডিগ্রির আশেপাশে। গরমে শরীরের যেমন নাজেহাল অবস্থা, তেমনই খারাপ অবস্থা হচ্ছে ত্বকেরও। তার ওপর ত্বক যদি হয় তৈলাক্ত তাহলে সমস্যা আরও বাড়ে। তৈলাক্ত ত্বক রোদে পুড়ে ট্যান যেমন বেশি হয়, তেমনই শুরু হয় অ্যাকনের প্রকোপও। জেনে নিন কী ভাবে তৈলাক্ত ত্বকের যত্ন নেবেন এই গরমে।
আরও পড়ুন: কোন গয়না কী ভাবে পরিষ্কার করবেন জেনে নিন