News of the Day

নতুন বছরে মহাকাশে নয়া নজির গড়তে চলেছে ভারত, আজ সারাদিনে আর কী কী রয়েছে?

বছরের শুরুর দিনটা ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে মনে রাখার মতো হতে চলেছে। আজ সকালেই মহাকাশে কৃষ্ণগহ্বর পর্যবেক্ষক উপগ্রহ পাঠাবে ইসরো। আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর থাকবে আজ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৪ ০৭:০৫
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

২০২৪ এসে গেল। ৩৬৫ দিন নয়, এ বছর ৩৬৬ দিনের। অর্থাৎ, ‘লিপ ইয়ার’। ‘ইভেন্টফুল ইয়ার’ বা ঘটনাবহুল বছরও হতে চলেছে এটি। দেশে লোকসভা ভোট। তার আগে অযোধ্যায় রামমন্দির উদ্বোধন। সারা বছরে বিধানসভা ভোট হবে দেশের আট রাজ্যে। ভোট হবে বাংলাদেশ, পাকিস্তান এবং আমেরিকাতেও। প্যারিসে বসবে অলিম্পিক্সের মহা আসর। খেলার জগতে আরও অনেক কিছু রয়েছে। টি২০ বিশ্বকাপ, আইপিএল, ইউরো কাপ ফুটবল, কোপা আমেরিকা ইত্যাদি।

Advertisement

সব কিছু ঠিকঠাক চললে, বছরের শুরুর দিনটা ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে মনে রাখার মতো হতে চলেছে। আজ সকালেই মহাকাশে কৃষ্ণগহ্বর (ব্ল্যাক হোল) পর্যবেক্ষক পাঠাবে ইসরো (ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা)। সংক্ষিপ্ত নাম ‘এক্সপোস্যাট’। আরও অনেক কিছুর উপরেই নজর রাখবে এই কৃত্রিম উপগ্রহ।

কখন উৎক্ষেপণ, কী কী করবে এক্সপোস্যাট?

Advertisement

ইসরো আজ দেশের প্রথম এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট (এক্সপোস্যাট) উৎক্ষেপণ করতে চলেছে। ইসরোর তরফে জানানো হয়েছে, ১ জানুয়ারি সকাল ৯টা ১০ মিনিটে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্‌ল বা পিএসএলভি-র পিঠে চেপে এক্সপোস্যাট যাত্রা শুরু করবে। ভারতের মহাকাশ গবেষণায় যা মাইলফলক হতে চলেছে। এই কৃত্রিম উপগ্রহ ব্ল্যাক হোল সংক্রান্ত নজরদারি চালাবে। পর্যবেক্ষণ করবে মহাকাশের ৫০টি শক্তির উৎসকে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

ইংরেজি নববর্ষ: উৎসব, নজরদারি

ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠান বাদে বাঙালির দৈনন্দিন জীবনে এখন ইংরেজি ক্যালেন্ডারেরই প্রাধান্য। বহু কাল থেকেই। ইংরেজি নববর্ষের উদ্‌যাপনেও বাঙালি দল বেঁধে নেমে পড়ে রাস্তায়। আজও ভিড় থাকবে চিড়িয়াখানা, জাদুঘর, ইকো বা নিক্কো পার্কে। রেস্তরাঁয় লাইন। এর সঙ্গেই রাস্তায় রাস্তায় বিশেষ পুলিশি নজরদারি থাকবে। আইন ভাঙলে মোটা জরিমানাও দিতে হতে পারে।

তৃণমূলের জন্মদিন পালন

বছরের প্রথম দিন বাংলার শাসকদলের প্রতিষ্ঠা দিবস। ২৭তম বছর উদ্‌যাপন হবে রাজ্য জুড়ে। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ইতিমধ্যে এক মাস ব্যাপী কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন। বাংলার রাজনীতির কারবারিদের মতে, ২০২৪ সালের লোকসভা ভোটকে মাথায় রেখেই গোটা দলকে জনসংযোগে নামাতে চাইছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

রামমন্দিরের আমন্ত্রণ শুরু

গোটা দেশের সঙ্গে বাংলাতেও সোমবার বছরের প্রথম দিন থেকেই শুরু হবে রামমন্দির উদ্বোধনের প্রচার। গেরুয়া সব সংগঠনের মিলিত চেষ্টায় সোমবার থেকে এক পক্ষ কাল ধরে চলবে এই কর্মসূচি। বাড়ি বাড়ি গিয়ে রামমন্দির সংক্রান্ত প্রচারপত্র এবং অযোধ্যা থেকে আসা হলুদ চাল ‘অক্ষত’ বিলি করবেন গেরুয়া শিবিরের কর্মীরা।

কল্পতরু উৎসব

পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন শ্রী রামকৃষ্ণ। ১৮৮৬ সালের সেই দিনকে স্মরণ করে প্রতি বছর পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব। কাশীপুর উদ্যানবাটি, দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের পাশাপাশি, দিনটি পালিত হয় শ্রীরামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুরেও। অগণিত ভক্তের ভিড় বেলুড় মঠেও। সব জায়গাতেই মঙ্গলারতি দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। এর পর দিনভর ধরে চলে পূজাপাঠ, বৈদিক মন্ত্র, স্তোত্রপাঠ এবং ভজন। তবে বেশি ভক্ত সমাগম হয় কাশীপুর উদ্যানবাটিতে।

দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় শিবির

বুধবার থেকে কেপ টাউনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে ইনিংসে হেরে সিরিজে পিছিয়ে রয়েছেন রোহিত শর্মারা। শেষ টেস্টে জিততে না পারলে সিরিজ হাতছাড়া হবে ভারতের। কী ভাবে প্রস্তুতি সারছেন রোহিত, বিরাটেরা? দক্ষিণ আফ্রিকায় ভারতীয় দলের সব খবর।

কোভিড পরিস্থিতি

গত দু’দিন ধরেই দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ৮০০-র কাছাকাছি। রবিবার সংখ্যাটি ৮৪১। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানা গিয়েছে, গত সাত মাসে কখনও দেশের এত সংখ্যক মানুষ কোভিডে আক্রান্ত হননি। বর্ষবরণ উৎসবের ভিড়ে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, এখনও পর্যন্ত পরিস্থিতি উদ্বেগজনক না-হলেও ওমিক্রনের নতুন উপরূপ বিএফ.৭-এর সংক্রমণ ছড়ানোর ক্ষমতা মারাত্মক। এই অবস্থায় আগামী কয়েক দিনে এ রাজ্যে তো বটেই, সারা দেশে কোভিড পরিস্থিতি কেমন থাকে, সে দিকে নজর থাকবে।

শীত কেমন?

বছরের শুরুতেও চেনা শীত ফিরছে না কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। তবে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জেলা কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। সোম থেকে বৃহস্পতিবার তুষারপাত হতে পারে দার্জিলিঙে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement