Asgardia

মহাকাশে থাকতে চান? তৈরি হচ্ছে নতুন দেশ, জলদি ফর্ম ফিলাপ করুন!

মহাকাশে সাধারণ মানুষের স্থায়ী ভাবে বসবাস করাটা এত দিন শুধুমাত্র কল্পবিজ্ঞানের বইতেই আটকে ছিল। এ বার সম্ভবত খুলতে চলেছে কল্পবিজ্ঞানের সেই ‘দরজা’। আর ১২ অক্টোবর ভিয়েনার অ্যারোস্পেস ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার (এআইআরসি)-র প্রতিষ্ঠাতা রাশিয়ান বিজ্ঞানী ইগর আশুরবেলি-র সাংবাদিক বৈঠকের পর তো নয়ই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৬ ১৬:০৬
Share:

প্রতীকী ছবি

মহাকাশে সাধারণ মানুষের স্থায়ী ভাবে বসবাস করাটা এত দিন শুধুমাত্র কল্পবিজ্ঞানের বইতেই আটকে ছিল। এ বার সম্ভবত খুলতে চলেছে কল্পবিজ্ঞানের সেই ‘দরজা’। আর ১২ অক্টোবর ভিয়েনার অ্যারোস্পেস ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার (এআইআরসি)-র প্রতিষ্ঠাতা রাশিয়ান বিজ্ঞানী ইগর আশুরবেলি-র সাংবাদিক বৈঠকের পর তো নয়ই। কেন? একটি অদ্ভুত স্বপ্ন দেখিয়েছেন তিনি। ইগরের দাবি, “এ বার পৃথিবীর বাইরে নতুন দেশ গড়ে তুলব আমরা। সেটা খুব শীঘ্রই। ২০১৭ সালেই আমরা পাড়ি দেব মহাকাশে। স্থায়ী ভাবে বসবাস করব সেখানে।” ভাবছেন প্রলাপ বকছেন বিজ্ঞানী! একদমই না। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বিজ্ঞানীরাও তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। কিন্তু মহাকাশে আন্তর্জাতিক দেশ গড়ার ভাবনা কী ভাবে এল? সফল হবে এই প্রোজেক্ট? কী ভাবে আবেদন করবেন মহাকাশের নাগরিক হতে গেলে? আপনার মনে ভিতর উঁকি দেওয়ার এসব প্রশ্নগুলোর উত্তর এক নজরে জেনে নেওয়া যাক।

Advertisement

আরও পড়ুন- পৃথিবীর এই ‘নরকদ্বার’-এ সর্বক্ষণ জ্বলছে আগুন…

আরও পড়ুন- পুজো শেষ, বেড়ানো শেষ, ছুটি শেষ…মন কেমন

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement