Tech News

নোকিয়া ৫.১ প্লাস, সেরার তালিকায় ফিরছে নোকিয়া?

১ অক্টোবর ই-কমার্স এবং নোকিয়ার নিজস্ব ওয়েবসাইট থেকে ক্রেতারা কিনতে পারবেন এই ফোনটি। এই ফোনের একটাই মডেল প্রকাশ পেতে চলছে, দু’রকম রঙে। ১১০০০ টাকা দামের এই ফোনটির সব থেকে বড় আকর্ষণ। এক নজরে দেখে নেওয়া যাক, ফোনের বৈশিষ্ট্যগুলি।

Advertisement

অর্চিষ্মান সাহা

কলকাতা শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮ ১৬:২৬
Share:

বাজারে আসছে নোকিয়ার এই ফোন।

একদা সব থেকে বড় মোবাইল ফোন প্রস্তুতকারক কোম্পানি নোকিয়া স্মার্টফোনের প্রথম যুগে একেবারে হারিয়ে যায়। সেখান থেকে আবার ফিরে আসার প্রথম চেষ্টা ধাক্কা খায় উইন্ডোজ ফোন তৈরি করে। এ বার কি সেখান থেকে ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে নোকিয়া? ১ অক্টোবর, বাজারে আসতে চলেছে নোকিয়া ৫.১ প্লাস। মনে করা হচ্ছে এই দামের মধ্যে বাজারে উপস্থিত সমস্ত ফোনের সাথে টক্কর দিতে প্রস্তুতনোকিয়া।

Advertisement

১ অক্টোবর ই-কমার্স এবং নোকিয়ার নিজস্ব ওয়েবসাইট থেকে ক্রেতারা কিনতে পারবেন এই ফোনটি। এই ফোনের একটাই মডেল প্রকাশ পেতে চলছে, দু’রকম রঙে। ১১০০০ টাকা দামের এই ফোনটির সব থেকে বড় আকর্ষণ। এক নজরে দেখে নেওয়া যাক, ফোনের বৈশিষ্ট্যগুলি।

৩ জিবি র‍্যাম, ৩২ জিবি স্টোরেজ ১৯:৯ অনুপাতের ৫.৮ ইঞ্চি ডিসপ্লে, মাথায় হাজির নচ পিছনে ডুয়াল ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিডিয়াটেক হেলিয়স পি৬০ প্রসেসর ৩০৬০ এমএএইচ ব্যাটারি, টার্বো চার্জার

Advertisement



১১০০০ টাকার দামের ফোনে যা যা থাকা সম্ভব, সেগুলি তো আছেই, কিন্তু যে প্রসেসর এখানে ব্যবহৃত হয়েছে, তা একটি বিস্ময়। মিডিয়াটেক কোম্পানির সব থেকে নতুন এবং সবচেয়ে বৈপ্লবিক প্রসেসর এটি। এই প্রসেসর তৈরির সময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর জোর দেওয়া হয়েছে। ফলে ব্যবহার করার সঙ্গে সঙ্গে আপনার ফোন আরও ‘স্মার্ট’ হতে থাকবে। কোন অ্যাপ ব্যবহার করছেন, কিসের ছবি তুলছেন, আপনার ফোন প্রতি দিন এই সব পুঙ্খানুপুঙ্খ বিচার করতে থাকবে। ফলে খাবারের ছবি বা মুখের ছবির জন্যে যেমন ক্যামেরা নিজে থেকেই আলাদা সেটিংস করে নেবে, কোন অ্যাপের কতটা প্রসেসিং পাওয়ার দরকার, সেই সব নিজে থেকেই সামলে নেবে। অত্যন্ত ক্ষমতাশালী এই প্রসেসর ব্যাটারি এবং তাপমাত্রা, দুই দিকেই খেয়াল রেখে চলে, ফলে খুব সহজে যেমন আপনার ফোনের ব্যাটারি শেষ হবে না, তেমনি টানা গেম খেললেও আপনার ফোন সহজে গরম হবে না। বাজারে এই দামের বাকি ফোনের যে প্রসেসর রয়েছে স্ন্যাপড্রাগন ৬২৫ থেকে ৬৩৬, কোনটাই হেলিয়স পি৬০ র মত উন্নত, উদ্ভাবনী এবং ক্ষমতাশালী নয়।

আরও পড়ুন: ফাইভ জি এলে কী কী সুবিধা হবে জানেন?

৩ জিবি র‌্যাম, ৩২ জিবি স্টোরেজ ছাড়া অন্য কোনও মডেল আসেনি এই ফোনের। ফলে, কেউ যদি ৪ অথবা ৬ জিবি র‍্যাম এবং ৬৪ বা ১২৮ জিবির ফোন কিনবেন ঠিক করে থাকেন, ১৫ হাজারের কাছাকছি ফোনগুলোর দিকে একটু নজর দিতে হবে। সাধারণ ব্যবহারকারীদের জন্যে ৩ জিবি র‍্যাম যথেষ্ট, তবে এটা একেবারেই ক্রেতাদের পছন্দের ব্যাপার। ডুয়াল সিম ও স্টোরেজ বাড়ানোর উপায় রয়েছে ২৫৬ জিবি পর্যন্ত, ২০১৮ র নিয়ম মেনে টাইপ-সি পোর্ট, নচ এবং ডুয়াল ক্যামেরা হাজির। পিছনে হাজির ১৩+৫ মেগাপিক্সেল ক্যামেরা, তাতে রয়েছে পোর্ট্রেট মোড, যাতে কিনা মুখ বাদে ব্যাকগ্রাউন্ড আবছা করে দেওয়া যায়, এবং হাজির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অ্যানড্রয়েড ওরিও হাজির, এবং নিয়মিত আপডেট দেওয়ার প্রতিশ্রুতি থাকছে কোম্পানির তরফে। ৫.৮ ইঞ্চির ডিসপ্লের মাথায় চওড়া নচ অনেকের পছন্দ, আবার অনেকের এত বড় নচ পছন্দ নয়। স্ক্রিনের রেজলিউশন ৭২০x ১৫২০, এবং এই দামের মধ্যে এর থেকে ভালো ডিসপ্লের ফোন বাজারে রয়েছে।তবে, রেজলিউশন কম হবার দরুণ ব্যাটারি কম খরচ হবে, ফলে একবার চার্জ দিয়ে আরো বেশি সময় চলবে। ৩০৬০এমএএইচ এর ব্যাটারী একটা দিন চলে যাবার জন্যে ঠিকঠাক, তবে আপনি যদি অনলাইন ভিডিওদেখন, গেম খেলেন, নেট এর ব্যবহার বেশি হয়, দিনে একবারের বেশি চার্জ দিতে হতে পারে ।তবে, টার্বো চার্জ থাকার দরুন সে নিয়ে সমস্যা নেই, অল্প সময়ের চার্জ দিলেই বাকি দিনের জন্যে আপনি নিশ্চিন্ত।

আরও পড়ুন: রিয়েলমি নিয়ে এল দুর্দান্ত ফিচারের ‘২ প্রো ’

শাওমি, অনার, আসুস, রিয়ালমীর মত কোম্পানি গুলি যখন এই ৮ থেকে ২০ হাজারের মধ্যে বছরে প্রায় ৩-৪ টে করে ফোন বের করছে বাজার ধরার জন্যে, বলাই বাহুল্য সেখানে এই মুহুর্তে নোকিয়ার সেরার সেরা হবার সুযোগ কম। তবে, এই প্রথম নোকিয়ার তরফ থেকে এরকম আগ্রাসী মনোভাব দেখা গেল যেখানে কম দামে এরকম ভালো একটি ফোন হাজির করা।আগামিকাল বাজারে প্রকাশ পেলে এবং ক্রেতাদের থেকে ব্যবহার করার পর রিভিউ পেলে বোঝা যাবে আগামী দিনে নোকিয়া কী ভাবে ক্রেতাদের মন বুঝে চলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement