moon

চাঁদ ডুবে যাচ্ছে পৃথিবীর দিগন্তে, ছবি তোলা হল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে

বিজ্ঞানের পরিভাষায় এই মহাজাগতিক ঘটনার নাম- ‘অরবিটাল সানসেট অব দ্য মুন’।

Advertisement

সংবাদ সংস্থা

কলকাতা শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৫৩
Share:

ছবি- নাসার সৌজন্যে।

চাঁদ ডুবে যাচ্ছে পৃথিবীর দিগন্তে। ধাপে ধাপে চাঁদের ‘অস্ত যাওয়া’র সেই অবিশ্বাস্য ছবিগুলি তোলা হল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে। এক রুশ মহাকাশচারী সের্গেই কুর্দ-ভেচকভ তুলেছেন সেই ছবিগুলি।

Advertisement

বিজ্ঞানের পরিভাষায় এই মহাজাগতিক ঘটনার নাম- ‘অরবিটাল সানসেট অব দ্য মুন’। পরে সেই ছবিগুলি দিয়ে বানানো একটি ভিডিয়ো তিনি শেয়ার করেছেন সমাজমাধ্যমে।

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে চাঁদের চেহারা কী ভাবে ধীরে ধীরে বদলে যাচ্ছে। শেষ পর্যন্ত চাঁদকে একটা পিঠের মতো লাগছে। মনে হচ্ছে চাঁদ যেন ধীরে ধীরে ডুবে যাচ্ছে। পৃথিবীর দিগন্তের ও-পারে।

Advertisement

এমনটা কেন হচ্ছে? কেন হয়?

সবটাই আমাদের এই বাসযোগ্য নীল গ্রহের বায়ুমণ্ডলের কৌশল, কেরামতি। মহাকাশ আর পৃথিবীর বায়ুমণ্ডল, এই দু’টি মাধ্যমের একটি থেকে অন্যটিতে যাওয়ার সময় আলোর পথ যায় বেঁকেচুরে। তাতে মনে হয় চাঁদের চেহারা ধীরে ধীরে বদলে যাচ্ছে। সেটাই দেখা গিয়েছে ভূপৃষ্ঠ থেকে ৩৭০ কিলোমিটার উপরে পৃথিবীর কক্ষপথে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। সেই সব ছবি তুলেই তা দিয়ে ভিডিয়ো বানিয়েছেন মহাকাশ স্টেশনে থাকা রুশ মহাকাশচারী সের্গেই কুর্দ-ভেচকভ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement