বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরমাণু বোমা

হিরোশিমা, নাগাসাকিতে পরমাণু বোমা ফেলার আগে ১৯৪৫-এর ১৬ জুলাই নিউ মেক্সিকোয় পরমাণু বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ হয়। তার ক্ষমতা ছিল ০.০২ মেগাটন। সেই শুরু। তার পর সবচেয়ে শক্তিশালী পরমাণু বোমা ফাটিয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন। ’৬১-তে। যার ক্ষমতা ছিল ৫০ মেগাটন। এই তালিকা বিশ্বের প্রথম দশ শক্তিশালী পরমাণু বোমা বিস্ফোরণের।

Advertisement
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৬ ১৯:১৪
Share:

Advertisement

সবচেয়ে শক্তিশালী ১২ পরমাণু বিস্ফোরণ

(ক্ষমতা ১০ মেগাটন টিএনটি বা তার বেশি)

Advertisement

তারিখ ক্ষমতা (মেগাটন) কী ভাবে ফেলা হয়েছিল দেশ কোথায় ফেলা হয়েছিল

৩০ অক্টোবর, ১৯৬১ ৫০ প্যারাশুট থেকে সোভিয়েত ইউনিয়ন নোভায়া জেমলিয়া

২৪ ডিসেম্বব, ১৯৬২ ২৪.২ বিমান থেকে সোভিয়েত ইউনিয়ন নোভায়া জেমলিয়া

৫ অগস্ট, ১৯৬২ ২১.১ বিমান থেকে সোভিয়েত ইউনিয়ন নোভায়া জেমলিয়া

২৭ সেপ্টেম্বর, ১৯৬২ ২০ বিমান থেকে সোভিয়েত ইউনিয়ন নোভায়া জেমলিয়া

২৫ সেপ্টেম্বর, ১৯৬২ ১৯.১ বিমান থেকে সোভিয়েত ইউনিয়ন নোভায়া জেমলিয়া

২৮ ফেব্রুয়ারি, ১৯৫৪ ১৫ ভূগর্ভে আমেরিকা বিকিনি অ্যাটল

৪ মে, ১৯৫৪ ১৩.৫ বার্জ আমেরিকা বিকিনি অ্যাটল

২৩ অক্টোবর, ১৯৬১ ১২.৫ বিমান থেকে সোভিয়েত ইউনিয়ন নোভায়া জেমলিয়া

২৬ মার্চ, ১৯৫৪ ১১ বার্জ আমেরিকা বিকিনি অ্যাটল

৩১ অক্টোবর, ১৯৫২ ১০.৪ ভূগর্ভে আমেরিকা এনিওয়েটওক

২৫ অগস্ট, ১৯৬২ ১০ বিমান থেকে সোভিয়েত ইউনিয়ন নোভায়া জেমলিয়া

১৯ সেপ্টেম্বর, ১৯৬২ ১০ বিমান থেকে সোভিয়েত ইউনিয়ন নোভায়া জেমলিয়া

m

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement