এ বার স্পেস শাটল তৈরি করে ফেলল ভারত! যাত্রা এ মাসেই

ইতিহাস গড়তে চলেছে ভারত। ইতিহাস গড়তে চলেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সব কিছু ঠিকঠাক চললে, এ মাসেই মহাকাশে পাড়ি চলেছে ইসরোর তৈরি প্রথম স্পেস শাটল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ মে ২০১৬ ১৯:২৯
Share:

ইতিহাস গড়তে চলেছে ভারত। ইতিহাস গড়তে চলেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সব কিছু ঠিকঠাক চললে, এ মাসেই মহাকাশে পাড়ি চলেছে ইসরোর তৈরি প্রথম স্পেস শাটল। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)-র বিজ্ঞানীরা জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশে বঙ্গোপসাগরের উপকূলে শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপন করা হবে ওই যানটি। ওজন বা মাপে যা ঠিক একটা এসইউভি-র মত।

Advertisement

এখনও পর্যন্ত মহাকাশ গবেষণার ক্ষেত্রে পুনরায় ব্যবহারযোগ্য প্রযুক্তি বা রিইউজেবল টেকনোলজির খুব একটা কদর নেই প্রথম বিশ্বের দেশগুলিতে। ভারত কিন্তু সেই প্রযুক্তিকেই পাথেয় করেছে। ওই প্রযুক্তির সাহায্যেই এই যান তৈরি হয়েছে ইসরো। নাম দিয়েছে রিইউজেবল লঞ্চ ভেহিকলস-টেকনোলজি ডেমোনস্ট্রেটর (আরএলভি-টিডি)। এই পরীক্ষা সফল হলে স্পেস শাটলের বর্তমান খরচ দশ ভাগে নামিয়ে আনা যাবে বলে ভারতীয় বিজ্ঞানীদের বিশ্বাস। এই প্রথম ইসরো এমন একটা মহাকাশযান তৈরি করল যাতে রয়েছে ডেল্টা উইং। মহাকাশ থেকে ফেরার পথে যা বঙ্গোপসাগরের উপকূল থেকে ৫০০ কিলোমিটার দূরের ভার্চুয়াল রানওয়েতে নামতে সাহায্য করবে।

গত ১৫ বছর ধরেই এ ধরনের মহাকাশযান তৈরির কথা ভেবেছিল ইসরো। কিন্তু বছর পাঁচেক আগে এই প্রজেক্টে কাজ শুরু করেন তাঁরা। এরোপ্লেনের মতো দেখতে আরএলভি-টিডি ওজনে ১.৭৫ টন আর সাড়ে ছ’মিটার দৈর্ঘ্যের। কার্বন-কার্বন কম্পোজিট দিয়ে তৈরি এর বহিরঙ্গ উচ্চ তাপমাত্রা (৫-৭ হাজার ডিগ্রি সেলসিয়াস) সহ্য করতে পারবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। প্রজেক্টের ডিরেক্টর শ্যাম মোহন জানিয়েছেন, প্রকল্পটির সাফল্য নিয়ে যথেষ্ট উৎকণ্ঠায় রয়েছেন তাঁরা।

Advertisement

আরও পড়ুন

মৃত মানুষকে বাঁচিয়ে তোলা সম্ভব? বিজ্ঞানীরা বলছেন ‘হ্যাঁ’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement