Spam calls

‘স্প্যাম কল’ নিয়ে বিরক্ত? ব্লক করার সুবিধা দিচ্ছে আপনার নেটওয়ার্ক

এই পদ্ধতি যে কোনও নেটওয়ার্কের গ্রাহক ব্যবহার করতে পারেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ জুন ২০১৯ ১৭:৩৪
Share:

'স্প্যাম কল' ব্লক করার উপায় দিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)। গ্রাফিক্স- সৌভিক দেবনাথ।

খুব দরকারি কোনও কাজ করছেন। আচমকা বেজে উঠল ফোন। অচেনা নম্বর দেখে ফোন ধরলেন এবং শুনলেন কোনও টেলিমার্কেটর আপনাকে হয়ত ক্রেডিট কার্ড দিতে আগ্রহী। দৈনন্দিন ব্যস্ততায় এমনই কিছু ফোন আসে, যা আপনার বিরক্তি বাড়িয়েই চলে। এই ফোনগুলিকে ‘স্প্যাম কল’ বলা হয়। ‘স্প্যাম কল’-এর ঠেলায় আমরা সকলেই বিরক্ত। এ বার খুব সহজেই আপনি এর থেকে মুক্তি পেয়ে যেতে পারেন। আলাদা করে কোনও নম্বর ব্লক করার ঝামেলা নেই। গ্রাহক যে নেটওয়ার্কেরই হোক না কেন, সেই নেটওয়ার্ক দিয়েই পেয়ে যাবেন ‘স্প্যাম কল’ থেকে মুক্তির উপায়।

Advertisement

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)-র তরফে জানান হয়েছে, ‘ডিএনডি’-র মাধ্যমে গ্রাহক তাঁর নম্বরে এই ধরনের ফোন আসা আটকাতে পারেন। এই পদ্ধতি যে কোনও নেটওয়ার্কের গ্রাহক ব্যবহার করতে পারেন।

কী সেই পদ্ধতি দেখে নেওয়া যাক…

Advertisement

আরও পড়ুন: যে কোনও মুহূর্তে হ্যাক হতে পারে আমাজন, ফ্লিপকার্ট অ্যাকাউন্ট! কী করবেন জেনে নিন

পদ্ধতি ১: এসএমএস-এর মাধ্যমে

ফোনের মেসেজিং অ্যাপে যান। নতুন মেসেজে গিয়ে START

প্রথমে ফোনের ডায়ালারে যেতে হবে। ১৯০৯ নম্বরে ফোন করে ডিএনডি পরিষেবা চালু করার জন্য যে পদ্ধতিগুলি বলা হবে সেটি করতে হবে।

ডিএনডি পরিসেবা চালু হলেই ‘স্প্যাম কল’ আসা বন্ধ হয়ে যাবে।

আরও পড়ুন: স্লো ইন্টারনেট? জেনে নিন নেট স্পিড বাড়ানোর উপায়গুলি...

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement