-প্রতীকী ছবি।
লালারস থেকে নয়, এ বার থুতু থেকেই করোনাভাইরাসের সবক'টি রূপের হদিশ মেলার যন্ত্র উদ্ভাবন করল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস ইনস্টিটিউট ফর বায়োলজিক্যালি ইনস্পায়ার্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)।
হার্ভার্ডের তরফে জানানো হয়েছে, উদ্ভাবিত যন্ত্রটির দামও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেই রাখা হয়েছে। ‘শেরলক’ নামে ওই যন্ত্রটি ব্যবহার করতেও খুব অসুবিধা হবে না। তা বাড়িতেই রাখা যাবে।
যন্ত্রটি কোনও কোভিড রোগী বা উপসর্গহীনের থুতু থেকে যে সব তথ্য পাবে তা, এক ঘণ্টার মধ্যেই স্মার্টফোনের বিশেষ একটি অ্যাপে দেখা যাবে। ফলে, চিকিৎসকদের কাজ অনেক সহজ হয়ে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কোভিড রোগীদের আরও দ্রুত চিকিৎসার ব্যবস্থা করাও এ কারণে সম্ভব হবে।
সেই যন্ত্র।
উদ্ভাবনের গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘সায়েন্স অ্যাডভান্সেস’-এ।
গবেষকরা জানিয়েছেন, এখন ১৫ ডলার দাম যন্ত্রটির। তবে, তা ৬ ডলারে নামিয়ে আনার জন্য প্রযুক্তি আরও উন্নত করা হচ্ছে।