স্টেম সেল গবেষণায় টাকায় টান

গত ১৫ বছর ধরে সংস্থাটি হাজারেরও বেশি গবেষণায় অর্থ ঢেলেছে। কিন্তু তহবিল ক্রমেই ফুরিয়ে আসছে। অনুদানের আবেদন মেটানোর জন্য হাতে পড়ে মোটে ৩৩০ লক্ষ ডলার।

Advertisement
শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৯ ০০:৩৬
Share:

স্টেম সেল গবেষণা।

ভাঁড়ারে টান পড়েছে। নতুন প্রকল্পগুলোয় ঢালার মতো পর্যাপ্ত অর্থ নেই হাতে। তাই আপাতত আর কোনও অনুদানের আবেদন গ্রহণ করা যাবে না, জানিয়ে দিল ক্যালিফর্নিয়া ইনস্টিটিউট ফর রিজেনারেটিভ মেডিসিন (সিআইআরএম)।

Advertisement

সিআইআরএম, যা স্টেম সেল এজেন্সি নামেই বেশি পরিচিত, তৈরি হয় ২০০৪ সালে। ভোটের মাধ্যমে ক্যালিফর্নিয়ার সংখ্যাগরিষ্ঠ নাগরিকের সম্মতি নিয়ে স্টেম সেল রিসার্চের জন্য প্রায় ৩০০ কোটি মার্কিন ডলারের এক তহবিল তৈরি হয়। সিআইআরএম-এর জন্ম তার পরই। গত ১৫ বছর ধরে সংস্থাটি হাজারেরও বেশি গবেষণায় অর্থ ঢেলেছে। কিন্তু তহবিল ক্রমেই ফুরিয়ে আসছে। অনুদানের আবেদন মেটানোর জন্য হাতে পড়ে মোটে ৩৩০ লক্ষ ডলার। অথচ, আবেদন যা জমা আছে, তার জন্য খরচ হওয়ার কথা প্রায় ৮৮০ লক্ষ ডলার। ধরেই নেওয়া যায়, অর্থের অভাবে স্টেম সেল রিসার্চের ভবিষ্যৎ আঁধারে ঢাকা।

আশার কথা, ফের সেই তহবিল ভরানো যায় কি না, তাই নিয়ে আলোচনা চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement