সোহিনি রায়চৌধুরী।
যেন আর এক লীলাবতী!
লন্ডনে অঙ্কের আসর মাত করে দিল একরত্তি বাঙালি কন্যা সোহিনি রায়চৌধুরী। ৮ বছরের মেয়ে।
খুব দ্রুত আর নিখুঁত ভাবে অঙ্ক কষে দিয়ে ‘ওয়ার্ল্ড হল অফ ফেম’-এ বিশ্বের প্রথম ১০০ ‘বিস্ময় শিশু প্রতিভা’র তালিকায় নাম তুলে ফেলেছে সোহিনি।
কত তাড়াতাড়ি পাটিগণিতের অঙ্ক কষতে পারে স্কুলপড়ুয়া কচিকাঁচারা, দ্রুত সমাধান করতে পারে পাটিগণিতের সুজটিল ধাঁধা, তার একটি প্রতিযোগিতার আয়োজন করেছিল ‘ম্যাথলেটিক্স’ নামে একটি অনলাইন সংস্থা। যারা ব্রিটেনের প্রাথমিক স্কুলের পড়ুয়াদের অনলাইনে অঙ্ক শেখায়।
আরও পড়ুন- পথ হারিয়ে সাঁই সাঁই করে মহাকাশে ছুটছে ‘টেসলা’ গাড়ি
‘ওয়ার্ল্ড হল অফ ফেম’-এর সেই প্রতিযোগিতায় ব্রিটেনের সব প্রাথমিক স্কুল তো বটেই, ছিল বহু দেশের স্কুলের কচিকাঁচারা। লক্ষ্য ছিল, কাঁচা বয়সে ‘সেরা অঙ্কের মাথা’গুলিকে বেছে নেওয়া। ১০০ জনের সেই তালিকায় বেশ উপরের দিকেই রয়েছে ৮ বছরের সোহিনির নাম।
বাবা মৈনাক রায়চৌধুরী পেশায় অ্যাকউন্ট্যান্ট। ফিনান্সে এমবিএ ডিগ্রি রয়েছে তাঁর। প্রপিতামহ ডি এন রায় স্কটল্যান্ড থেকে লোকোমোটিভ ইঞ্জিনিয়ারিংয়ে ঝকঝকে ডিগ্রি নিয়ে এসে ঢুকেছিলেন ভারতীয় রেলে।
আরও পড়ুন- বৃহস্পতির চাঁদে প্রাণ আছে? বাঙালির চোখে খুঁজে দেখবে নাসা
সোহিনির বাবা মৈনাক বলছেন, ‘‘আমাদের বংশগতির ধারাতেই এই প্রতিভা পেয়েছে সোহিনি।’’
সোহিনির জন্ম দিল্লিতে হলেও সে পড়ে এখন বার্মিংহামের নেলসন প্রাইমারি স্কুলে। এ বছরের গোড়ায় সোহিনি অংশ নিয়েছিল প্রতিযোগিতায়।
বড় হয়ে কী হতে চায়? গণিতজ্ঞ? পদার্থবিজ্ঞানী?
না। একেবারেই নয়। সোহিনি বলেছে, ‘‘ডাক্তার হতে চাই।’’