SCIENCE

ভয়াবহ ভূকম্পে কেঁপে উঠতে পারে উত্তরাখণ্ড, হুঁশিয়ারি বিজ্ঞানীদের

বুধবার ন্যাশনাল সেন্টার ফর সাইসমোলজির অধিকর্তা বিনীত গহলৌত এ খবর দিয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৭ ২০:০৩
Share:

প্রতীকী ছবি।

৬০০ বছর পর ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠতে চলেছে উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ের বড় একটা অংশ। যাতে ক্ষতিগ্রস্ত হতে পারে গোটা উত্তর ভারতই। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মান হতে পারে ৮।

Advertisement

বুধবার ন্যাশনাল সেন্টার ফর সাইসমোলজির অধিকর্তা বিনীত গহলৌত এ খবর দিয়েছেন।

কী ভাবে ওই এলাকায় ভয়াবহ ভূমিকম্পের পূর্বাভাস দিচ্ছেন বিজ্ঞানীরা?

Advertisement

ন্যাশনাল সেন্টার ফর সাইসমোলজির অধিকর্তা বিনীত গহলৌত বলছেন, ‘‘তথ্য, পরিসংখ্যান বলছে আগামী দিনে খুব বড় মাপের ভূমিকম্প হতে চলেছে উত্তরাখণ্ডে। ৫০০ থেকে ৭০০ বছরের মধ্যে ওই এলাকায় কোনও বড় ভূকম্পন হয়নি। কিন্তু গোটা উত্তরাখণ্ডের এখানে ওখানে প্রচুর ছোট ছোট ভূমিকম্প হয়েছে। একটা বড় ভূকম্পনের জন্য যতটা শক্তির প্রয়োজন হয়, গত ১০০ বছরে সেই শক্তি জমা হয়েছে ভূগর্ভে। ফলে যে কোনও মুহূর্তেই ভয়াবহ ভূকম্পনে কেঁপে উঠতে পারে উত্তরাখণ্ডে গাড়োয়াল হিমালয়ের একটি বিশাল এলাকা।’’

সেই বড় মাপের ভূমিকম্পে উত্তরাখণ্ডের নীচু এলাকাগুলিরই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি বলে আশঙ্কা প্রকাশ করেছেন গহলৌত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement