Chandrayaan 2

চাঁদে আছড়েই পড়েছে বিক্রম, নিশ্চিত ইসরো প্রধান, তবে হাল ছাড়ছেন না

শুক্রবার মধ্যরাতে নিখোঁজ হওয়ার দু’দিনের মাথায় বিক্রমের খোঁজ মিলেছে। তার খোঁজ মেলার পর, স্বাভাবিক ভাবেই মুন ল্যান্ডার কী পরিস্থিতিতে রয়েছে সেই প্রশ্নই এখন বড় হয়েছে উঠেছে।

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৫৬
Share:

কে শিবন। ফাইল চিত্র।

শুক্রবার মাঝ রাতে যে আলো নিভে গিয়েছিল, রবিবার নিখোঁজ বিক্রমের খোঁজ মেলার সঙ্গে সঙ্গে চন্দ্র অভিযান নিয়ে ফের বুক বাঁধছে গোটা দেশ। তবে এখনও হইচই করার মতো কিছু হয়নি। বরং খানিকটা আশঙ্কার কথাই বেরলো ইসরো প্রধান কে শিবনের বয়ানে। অরবিটারের পাঠানো ছবি নিয়ে এ দিন তিনি বলেন, ‘‘হ্যাঁ, চাঁদের পিঠে ল্যান্ডারকে আমরা চিহ্নিত করতে পেরেছি। ওটা নিশ্চিত ভাবেই আছড়ে পড়েছে (It must have been a hard-landing)’’— সংবাদসংস্থা পিটিআই-কে বলেছেন শিবন।

Advertisement

শুক্রবার মধ্যরাতে নিখোঁজ হওয়ার দু’দিনের মাথায় বিক্রমের খোঁজ মিলেছে। তার খোঁজ মেলার পর, স্বাভাবিক ভাবেই মুন ল্যান্ডার কী পরিস্থিতিতে রয়েছে সেই প্রশ্নই এখন বড় হয়েছে উঠেছে। সে প্রসঙ্গে শিবনের জবাব, ‘‘বিক্রম কী অবস্থায় তা আমরা এখনও জানি না। তার সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগ স্থাপনের চেষ্টা অনবরত চালানো হচ্ছে।’’

বিক্রম চাঁদের মাটিতে পালকের মতো নেমে আসবে— এটাই ছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার পরিকল্পনা। কিন্তু, বাস্তবে তা যে হয়নি তা শিবনের কথাতেই স্পষ্ট হয়ে গিয়েছে। মহাকাশ গবেষকদের একাংশের ধারণা, পালকের মতো অবতরণ না হলে, অক্ষত থাকবে না বিক্রম। তার ফলে বিপদের সমূহ সম্ভাবনা রয়েছে। কারণ, চন্দ্রপৃষ্ঠের সঙ্গে সংঘর্ষে ভয়াবহ ক্ষতি হতে পারে বিক্রম ও তার পেটে থাকা প্রজ্ঞানের।

Advertisement

আরও পড়ুন: চাঁদের পিঠে ছবি মিলল নিখোঁজ বিক্রমের, যোগাযোগের চেষ্টা চলছে, জানাল ইসরো​

আরও পড়ুন: রাজশাহিতে ‘বড় ভাই’এর অস্ত্র শিবির! খোঁজ নেই জেলমুক্ত জঙ্গিদের, ভারতে বড় নাশকতার ছক?​

শুক্রবার চাঁদের মাটি থেকে ২.১ কিলোমিটার দূরে থাকা অবস্থায় বিক্রমের সঙ্গে ইসরোর কন্ট্রোল রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ দিন অরবিটারের পাঠানো থার্মাল ইমেজ ফের আশার আলো দেখিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement