উৎক্ষেপণের পর চন্দ্রযান-২। ছবি: এএফপি
আগের বার থেমে গিয়েছিল ৫৬ মিনিট ২৪ সেকেন্ড আগে। সেই ধাক্কা সামলে চাঁদের পথে পাড়ি দিল চন্দ্রযান-২। ঘড়ির কাঁটায় ঠিক দু’টো ৪৩ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধওয়ন মহাকাশ গবেষণা কেন্দ্রের লঞ্চ প্যাড থেকে চাঁদের উদ্দেশে উড়ে গেল চন্দ্রযান-২। গোটা দেশেরে নজর এ বার অন্তরীক্ষে। নজর রয়েছে নাসা থেকে শুরু করে বিশ্বের প্রায় সব দেশের মহাকাশ গবেষণা সংস্থাগুলি। পাশাপাশি ইসরোর সব বিজ্ঞানী এবং মিশনের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ইসরোর চেয়ারম্যান কে সিবন।
সফল উৎক্ষেপণের জন্য ইসরোর বিজ্ঞানীদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। উৎক্ষেপণের সময় তিনি নিজেও দূরদর্শনে লাইভ টেলিকাস্ট দেখেছেন। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় টুইট করে বিজ্ঞানী এবং এই মিশনের সঙ্গে যুক্ত সবাইকে অভিনন্দন জানিয়েছেন তিনি। এ ছাড়াও কেন্দ্রের মন্ত্রী থেকে নেতা, বিশিষ্ট ব্যক্তি থেকে শুরু করে নেট দুনিয়ায় বহু সাধারণ মানুষও ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় মোটের উপর একটাই বক্তব্য উঠে এসেছে, ‘গর্বের মুহূর্ত’।
আগের বার প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ায় কাউন্টডাউন থামিয়ে দিয়েছিলেন বিজ্ঞানীরা। তবে এ বার উৎক্ষেপণের আগে থেকেই ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছিলেন প্রস্তুতি পর্বে কোনও সমস্যা বা ত্রুটি ধরা পড়েনি। সব কিছু ঠিক পথে এগিয়েছে। শেষ পর্যন্ত সফল ভাবেই চাঁদের পথে উড়েছে চন্দ্রযান।
এ বার এখনও পর্যন্ত সফল ভাবেই সব কিছু চলছে, জানাচ্ছেন ইসরোর বিজ্ঞানীরা। উৎক্ষেপণের ১৬ মিনিট পর চালু হয়েছে ক্রায়োজেনিক ইঞ্জিন। পৌঁছে গিয়েছে পৃথিবীর কক্ষপথেও।
ইসরো চেয়ারম্যান কে সিবনের বক্তব্য
• আমি মনে করি, এই মিশনের পর মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতের পতাকা আরও উঁচুতে উড়বে
• আমি নিজেও খুব খুশি
• আবারও সবাইকে অভিনন্দন জানাতে চাই
• আমি মনে করি, ইসরোর বিজ্ঞানীরা পুরো মিশনই সফল করবেন
• তবে আমাদের মিশন এখনও শেষ হয়নি, বরং শুরু হল বলা যায়
• শুধু ইসরো বা ভারত নয়, সারা বিশ্বের মহাকাশ বিজ্ঞানীরাই এই মিশনের সাফল্যের কামনা করছেন
• তাই সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই
• এই ধরনের বিশাল একটি প্রকল্পের সাফল্যের কৃতিত্ব পুরোটাই ইসরোর বিজ্ঞানীদের
• এই মিশনের যুক্ত সবাইকে আমি ধন্যবাদ ও অভিনন্দন জানাতে চাই
• আমি তাঁদের ধন্যবাদ জানাতে চাই
• ত্রুটি ধরার পর গত সাত দিন কঠোর পরিশ্রম করেছেন বিজ্ঞানীরা
• কিন্তু সেই সমস্যা কাটিয়ে উৎক্ষেপণ হল চন্দ্রযান-২-এর
• আমরা একটা প্রযুক্তিগত ত্রুটির সম্মুখীন হয়েছিলাম
লাইভ আপডেট
• কক্ষপথে পৌঁছে গেল চন্দ্রযান-২
• প্রথম পর্যায়ের অভিযান সফল, ক্রায়োজেনিক স্টেজে পৌঁছে গেল চন্দ্রযান-২
• শ্রীহরিকোটায় সতীশ ধওয়ন স্পেস রিসার্চ সেন্টারের লঞ্চ প্যাড থেকে উড়ে গেল চন্দ্রযান-২
• চাঁদের পথে চন্দ্রযান-২
• চূড়ান্ত কাউন্টডাউন শেষের মুখে
• ইতিমধ্যেই ইসরোর টুইটার হ্যান্ডলে শুরু লাইভ টেলিকাস্ট
• এ ছাড়া দূরদর্শনেও সরাসরি সম্প্রচার হবে উৎক্ষেপণ
• সারা বিশ্বের মানুষ যাতে সরাসরি দেখতে পান, তার জন্যই এই ব্যবস্থা, জানিয়েছে ইসরো
• ইসরোর সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে লাইভ টেলিকাস্ট করবে ইসরো
• ক্রায়োজেনিক স্তরে জ্বালানি ভরার কাজ শেষ হয়ে গিয়েছে, জানাল ইসরো
আরও পড়ুন: চন্দ্রায়ন-২ অভিযান সম্পর্কে এই তথ্যগুলি জানেন?
আরও পডু়ন: চাঁদের ভেলা পৌঁছে দেবে নতুন দিগন্তে, রুখবে ব্রেন ড্রেন, বাড়াবে বাণিজ্যও!