টুকরো খবর

সর্পদ্রষ্ট হয়ে মৃত্যু হল নাম উজ্জ্বল রুইদাস (৩৫) নামে এক খেতমজুরের। বাড়ি রায়না থানার পলাশন গ্রামে। পঞ্চমীর দিন সাপে কাটে তাঁকে।

Advertisement
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৪ ০১:৫৬
Share:

সর্পদ্রষ্ট হয়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

Advertisement

সর্পদ্রষ্ট হয়ে মৃত্যু হল নাম উজ্জ্বল রুইদাস (৩৫) নামে এক খেতমজুরের। বাড়ি রায়না থানার পলাশন গ্রামে। পঞ্চমীর দিন সাপে কাটে তাঁকে।

Advertisement

দল বেঁধে

বাঁকুড়ায় ঢুকে পড়া প্রায় দেড়শো হাতির এই দলটি সোনামুখীর বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়ে উত্‌পাত চালাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে সোনামুখীর মানিকবাজার পঞ্চায়েত এলাকার মাঝডোবা গ্রামের একটি পুকুরে নেমে পড়ে প্রায় ২৫টি হাতি।

ছবি: শুভ্র মিত্র।

তার আগে তারা রাস্তায় তাড়া করে এক সাইকেল আরোহীকে। তাঁর সাইকেলও ভেঙে দেয়। সোনামুখীর রেঞ্জ অফিসার নবীন লোহার জানান, হাতির দলটি বিচ্ছিন্ন হয়ে পড়ায় নজরদারিতে সমস্যা হচ্ছে।

মৌমাছির কামড়ে

প্রায় ৮ লক্ষ মৌমাছির আক্রমণে প্রাণ হারালেন এক ব্যক্তি। গুরুতর জখম ৩। বুধবার অ্যারিজোনার ঘটনা। দমকল বাহিনীর প্রধান মারিও নোভোয়া জানিয়েছেন, একটি ফোন পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে দেখেন, পাঁচ জন ব্যক্তি মৌমাছির কামড়ে আহত হয়েছেন। তখনও সেখানে এক ঝাঁক মৌমাছি উড়ে বেড়াচ্ছে। দমকল বাহিনীর কয়েক জন আশেপাশের বাড়ির লোকজনকে সতর্ক করেন। অবশেষে একটি বাড়িতে মৌচাক খুঁজে পান।

খাদ্যের সন্ধানে

রাশিয়া সীমান্ত পেরিয়ে একটি সাইবেরিয়ান বাঘ চিনে প্রবেশ করেছে। অবলুপ্তপ্রায় প্রজাতির ওই বাঘটির নাম কুজ্যা। মে মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনটি বাঘ বনে ছেড়ে দেন। কুজ্যা তাদের মধ্যে একটি। বন দফতরের দাবি, সম্ভবত খাবারের খোঁজেই বাঘটি দেশান্তরে গিয়েছে। গতিবিধি বুঝতে ওই বাঘটির সঙ্গে ইলেকট্রনিক যন্ত্র লাগানো রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement