অভিনব এই সানগ্লাস সাড়া ফেলেছে টেক-দুনিয়ায়
শুধু মাত্র রোদের থেকে চোখকে আড়াল করতেই নয়, এবার আপনার সানগ্লাসের সাহায্যে আপনি পারবেন গান শুনতে, কাউকে ফোন করতে বা ফোন রিসিভ করতেও। আশ্চর্য হলেও, এমনই একটি সানগ্লাস বাজারে আনতে চলেছে প্রসিদ্ধ গ্যাজেটস নির্মাণকারী সংস্থা বোস।
কী ভাবে কাজ করবে এই ‘স্মার্ট’ সানগ্লাস’? ‘বোস’-এর তরফে দাবী করা হয়েছে শুধুমাত্র গান শুনতে বা ফোন করতেই নয়, এই সানগ্লাসের সাহায্যে বিভিন্ন সংস্থার ভার্চুয়াল অ্যাসিসট্যান্ট গুলিও ব্যবহার করা যাবে। অ্যালেক্সা, সিরি বা গুগল অ্যাসিসট্যান্টের মতো প্ল্যাটফর্মগুলিতে সহজেই নির্দেশ পাঠানো যাবে এই সানগ্লাসের মাধ্যমে।
আপাতত ওয়েফেরার ও সামান্য গোলাকার আকৃতির ফ্রেমে এই সানগ্লাস পাওয়া যাবে বলে জানানো হয়েছে। ৪৫ গ্রামের মধ্যেই তাকবে এর ওজন। ক্ষতিকর সৌর রশ্মি আটকানোর জন্য ইউভি-ব্লকিং সিস্টেমও থাকছে এই সানগ্লাসে। তবে ব্যবহার করার জন্য চার্জ দিতে হবে এই সানগ্লাসগুলিতে। একবার চার্জ দিলে ১২ ঘন্টা অবধি তা চলবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: ধেয়ে আসবে গ্রহাণু, পৃথিবীকে বাঁচাতে ‘বেন্নু’র কাছে পৌঁছে গেল নাসার যান
২০১৯ এর শুরুতেই এই সানগ্লাস বাজারে চলে আসবে বলে জানিয়েছে ‘বোস’। আমেরিকার বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই এর অগ্রিম বুকিং শুরু হয়ে গেছে। ভারতীয় মুদ্রায় মোটামুটি ১৫,০০০ টাকার মতো দাম ঠিক হতে পারে ‘বোস’-এর ‘স্মার্ট’ সানগ্লাসের।