যক্ষারোগী। -ফাইল ছবি।
লোভনীয় টোপ দিয়ে যক্ষ্মার জীবাণু মারার উপায় বার হল। সেই অভিনব পদ্ধতি উদ্ভাবন করল একটি আন্তর্জাতিক গবেষকদল।
এই পদ্ধতিতে বিশেষ একটি উৎসেচক রোগীকে খাওয়ালে যক্ষ্মার জীবাণুর উৎসাহ বাড়ে। উৎসেচকটি আদতে যক্ষ্মার জীবাণুর খুব প্রিয় খাদ্য। পেলেই নিজের বিপাকের জন্য তাকে টেনে নেয় যক্ষ্মার জীবাণু। কিন্তু সেটা করেই যক্ষার জীবাণু নিজের বিপদ ডেকে আনে। কারণ সেই বিপাকক্রিয়ার ফলে উৎসেচকটি থেকে যে পদার্থ বেরিয়ে আসে তাতেই কুপোকাত হয় যক্ষ্মার জীবাণু। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (‘হু’)-র দেওয়া পরিসংখ্যান জানাচ্ছে, বিশ্বে প্রতি বছর যক্ষ্মায় মৃত্যু হয় কম করে ১৫ লক্ষ মানুষের।
গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস’-এ।
গবেষকরা জানিয়েছেন, নতুন ওষুধটির মধ্যে থাকে এমন একটি উৎসেচক যা যক্ষ্মার জীবাণুর কাছে খুবই লোভনীয়। কারণ সেটা দিয়ে তারা বিপাক ক্রিয়া চালায়। তাদের শারীরবৃত্তীয় কাজকর্মের জন্য। উৎসেচকটির নাম ‘টিএ-সি’।
আরও পড়ুন
এখনও দ্বিতীয় টিকা পাননি রাজ্যে ৮.৫ লক্ষ, তাঁদের জন্য ৫০% বরাদ্দের নির্দেশ
আরও পড়ুন
কার্যকারিতা থেকে পার্শ্বপ্রতিক্রিয়া, মর্ডানা টিকা নিয়ে আপনার যাবতীয় প্রশ্নের উত্তর
গবেষকরা দেখেছেন, সেটা করতে গিয়েই নিজের বিপদ ডেকে আনে যক্ষার জীবাণু। কারণ সেই বিপাকক্রিয়ার ফলে উৎসেচকটি এমন একটি পদার্থ তৈরি করে যা নিমেষে নিকেশ করে যক্ষার জীবাণুদের।
বিশেষজ্ঞদের একাংশ বলছেন, “এটা খুব গুরুত্বপূর্ণ আবিষ্কার। এই ভাবে যে যক্ষ্মার জীবাণুকে টোপ দিয়ে নিকেশ করা সম্ভব তা আগে জানা যায়নি। এই গবেষণা যক্ষ্মা নিরাময়ের একেবারেই একটি নতুন পথ দেখাল।”