bread pakora

মুচমুচে পাউরুটির ভিতরে ঝুরো পনির! চা-কফির পাশে একেই রাখুন প্লেটে

সহজলভ্য কিছু উপাদান দিয়ে কী ভাবে বানাবেন এই স্ন্যাক্স, রইল তারই হদিশ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ মে ২০২০ ১৮:০১
Share:

লকডাউনে চা-কফির সঙ্গে মুখরোচক কোনও খাবার পড়লেই ভোজনরসিকদের নিস্তরঙ্গ গৃহবন্দি জীবনে খানিক আরাম আসে। তবে উপকরণ চাই এমন, যা সহজেই পাওয়া যাবে। বানানোর সময়ও হতে হবে কম। এমন শর্ত মাথায় থাকলে ব্রেড পকোড়া দিয়েই সারতে পারেন বিকেলের টিফিন।

Advertisement

এই পদটি বানানো খুবই সহজ আর খেতেও মজাদার। সহজলভ্য কিছু উপাদান দিয়ে কী ভাবে বানাবেন এই স্ন্যাক্স, রইল তারই হদিশ।

উপকরণ

Advertisement

পাউরুটি স্লাইস: ১০টি

পনির: ২০০ গ্রাম (নুন মেশানো জলে ভিজেয়ে রেখে, তুলে কুচিয়ে কেটে রাখুন)

গোলমরিচ গুঁড়ো: এক চামচ

কর্নফ্লাওয়ার: ২ চামচ

ভাজা মশলা: আধ চামচ

নুন, লঙ্কা ও চিনি: স্বাদ মতো

ধনেপাতা: সামান্য

ডিম: একটি

আরও পড়ুন: ভেটকির কুড়কুড়ে! বিকেলের স্ন্যাক্সের আর চিন্তা কি?

মুচমুচে কবিরাজি কাটলেটের সঙ্গে জমে উঠুক চায়ের আড্ডা!

প্রণালী

পাউরুটির ধারগুলো কেটে বাদ দিয়ে দিন। পনিরের কুচোগুলো একটি বাটিতে রেখে তার সঙ্গে সব মশলা যোগ করুন। পনিরের পরিবর্তে সেদ্ধ আলুও ব্যবহার করতে পারেন। এ বার পাউরুটির গায়ে সামান্য জল ছিটিয়ে তাদের পাতলা রুটির মতো করে বেলে নিন। পাউরুটির ভিতপ পনির-ধনেপাতা ও মশলার পুর ভরে জল হাত করে পাউরুটিকে কাটলেটের আকারের মতো করে হাতের তালুর মাধ্যমে চেপে মুড়ে ফেলুন। ডিমে ডুবিয়ে ছাঁকা তেলে ভেজে নিলেই তৈরি পাউরুটির পকোড়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement