Ice Pop

Popsicles: গরম এলেই ছোটবেলার মতো রঙিন বরফ আইসক্রিম খেতে ইচ্ছা করে? ফল দিয়ে বানিয়ে নিন ঘরেই

ছোটবেলার সেই ঠেলা গাড়ি থেকে কেনা জমাট বাঁধা রঙিন বরফ এখনও মনে পড়ে? স্বাস্থ্যকর ভাবে তেমন কাঠি আইসক্রিম বানিয়ে নিন নিজের বাড়িতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ জুলাই ২০২২ ১৯:৪১
Share:

ছোটবেলার কাঠি-আইসক্রিম বানিয়ে নিন ঘরেই।

স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকত আইসক্রিমের গাড়ি। লাল-হলুদ-কমলা-সবুজ রঙের বরফ আইসক্রিম কেনার জন্য পয়সা জমানো হত। বাড়ির বড়রা জানলেই চোখ রাঙাতেন। বলতেন, ও সব ভাল জল দিয়ে তৈরি নয়। খেতে নেই। তবু আইসক্রিমকাকু ছিল সবচেয়ে প্রিয়। এ বার তেমন কাঠি আইসক্রিম বানিয়ে নিন নিজের বাড়িতেই। আরও স্বাস্থ্যকর ভাবে। ব্যবহার করুন কিছু ফলও।

Advertisement

গরম এলেই যাঁদের মনটা ঠান্ডা হতে চায়, তাঁরা এ রকম কিছু তো চাইতেই পারেন।

কী ভাবে বানাবেন ভাবছেন?

Advertisement

বাড়িতে কাঠি আইসক্রিম বানানোর সবচেয়ে ভাল উপায় হল তাজা ফল বা ফলের রস ব্যবহার করা। তাতে গরমে মজা যেমন হবে, তেমন শরীরে স্বাস্থ্যকর কিছু উপাদানও যাবে।

যদি শুধুই ফল ভাল না লাগে, তবে দই আর ফল মিশিয়েও দেখতে পারেন।

কাঠি আইসক্রিম বানানো কঠিন নয়। কমলালেবুর রস আর স্ট্রবেরি দিয়ে বানাতে পারেন, বানানো যায় পাতিলেবুর রস আর বেদানা দিয়ে, কখনও চেষ্টা করতে পাবেন কিউয়ির রস আর কিউয়ি কুচি দিয়েও।

যদি শুধুই ফল ভাল না লাগে, তবে দই আর ফল মিশিয়েও দেখতে পারেন। করতে পারেন গলানো চকোলেট দিয়েও।

কী করতে হবে?

এমন আইসক্রিম বানানো খুব সহজ। ফলের রস বা দই ঘেঁটে নিয়ে ছোট লম্বাটে পাত্রে ঢালুন। তার পর তাতে ফলের কুচি দিয়ে দিন। এ বার একটি আইসক্রিম স্টিক সেই পাত্রের মধ্যে দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিন। ঘণ্টা দুয়েক রাখলেই জমে যাবে আইসক্রিম।

চকোলেট দিয়ে বানাতে চাইলেও কাজটি কঠিন নয়। চকোলেটের বার কিনে গরম করে গলিয়ে নিন। এ বার তার মধ্যে দিয়ে দিন বাদামকুচি, ফলের কুচি। লম্বাটে পাত্রে সবটা দিয়ে ফ্রিজে রেখে জমিয়ে নিন। চকোলেট দিয়ে তৈরি হবে কাঠি আইসক্রিম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement