Recipe

Milk Bhetki Recipe: ভেটকি মানেই কি শুধু পাতুড়ি? সেই দস্তুর ভেঙে পাতে পড়ুক দুধ ভেটকি

বাঙালির মৎসপ্রেম অটুট। পাতুড়ি ছাড়া অন্য কোনও ভাবে ভেটকির স্বাদ নিতে চাইলে বানাতে পারেন দুধ ভেটকি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০২২ ১৯:০৪
Share:

ভেটকির স্বাদ নিতে চাইলে বানাতে পারেন দুধ ভেটকি। ছবি: ইন্দ্রণী’স কিচেন।

ভোজনরসিক বাঙালির মৎসপ্রেম চিরন্তন। উৎসব অনুষ্ঠান হোক বা দুপুরের খাবার— মাছ না হলে ঠিক জমে না। বিভিন্ন মাছের রকমারি স্বাদে রসনাবিলাসে ডুব দেন বাঙালি। বাজারে গিয়ে যদি টাটকা ভেটকির দেখা মেলে তা হলে তো কথাই নেই। ভেটকি মাছ খেতেও বেশ সুস্বাদু। পাতুড়ি ছাড়া অন্য কোনও ভাবে ভেটকির স্বাদ নিতে চাইলে বানাতে পারেন দুধ ভেটকি। রইল প্রণালী।

Advertisement

উপকরণ

ভেটকি মাছ: ৪ টুকরো

Advertisement

পেঁয়াজ বাটা: দু’চা চামচ

আদা বাটা: এক চা চামচ

রসুন বাটা: এক চা চামচ

ধনে গুঁড়ো: আধ চা চামচ

জিরে গুঁড়ো: আধ চা চামচ

চারমগজ বাটা: আধ চা চামচ

গরম মশলা গুঁড়ো: এক চা চামচ

দুধ: দু’কাপ

কেশর: ৬-৭টি

সাদা তেল: দু’কাপ

ঘি: এক কাপ

নুন: পরিমাণ মতো

চিনি: স্বাদ মতো

প্রণালী

একদম প্রথমে কিছুটা দুধে কেশর ভিজিয়ে রাখুন

এ বার কড়াইয়ে তেল গরম করে আগে থেকে নুন-হলুদ মাখানো ভেটকি মাছ ভেজে তুলে রাখুন।

ওই তেলেই ঘি মিশিয়ে তাতে ছোট এলাচ ফোড়ন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি ও চারমগজ বাটা মিশিয়ে কষাতে থাকুন।

মশলা থেকে তেল ছেড়ে এলে বাকি দুধ কড়াইয়ে ঢেলে দিন।

ঝোল ফুটে উঠলে ঘি ও গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আঁচ বন্ধ করে দিন। উপর থেকে কেশর ভেজানো দুধ ছড়িয়ে ঢাকনা আটকে কিছুক্ষণ রেখে দিন। মিটিট দশেক পরে ঢাকনা খুলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন দুধ ভেটকি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement