Malpoa Recipe: একসঙ্গে অনেক পাকা আম কিনে ফেলেছেন? নষ্ট না করে বানাতে পারেন আমের মালপোয়া

আম এবং মিষ্টি— এই দু’টি অনেকেরই প্রিয় খাবার। এই দুইয়ের দারুণ যুগলবন্দি হতে পারে আমের মালপোয়া। রইল প্রণালী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ জুলাই ২০২২ ২০:৪০
Share:

আমের মালপোয়া। ছবি: সংগৃহীত

বর্ষাকাল চলে এলেও বাজারে এখনও রাজত্ব করছে আম। বাঙালির ঘরে ঘরে আমের মরসুম এখনও অটুট। বাজার ফিরতি মানুষের থলিতে উঁকি মারছে বিভিন্ন স্বাদের আম। শুধু আম খাওয়া ছাড়াও অনেকেই তা দিয়ে বানিয়ে নিতে পারেন বিভিন্ন ধরনের পদ। এমনকি, আম দিয়ে নানা মিষ্টিও তৈরি করা যায়। আম দই, আম সন্দেশ অনেকেরই প্রিয়। তবে আম দিয়ে তৈরি নতুন স্বাদের কিছু খেতে চাইলে বানাতে পারেন আমের মালপোয়া। রইল প্রণালী।

Advertisement

উপকরণ:

ময়দা: ২০০ গ্রাম

Advertisement

আমের টুকরো: তিন কাপ

মৌরি: এক চা চামচ

ছোটো এলাচ: এক চা চামচ

ঘি: এক কাপ

খোয়া ক্ষীর: ৫০ গ্রাম

সুজি: ১০০ গ্রাম

বেকিং পাউডার: এক চা চামচ

দুধ: এক লিটার

চিনি: ২৫০ গ্রাম

জাফরন: সামান্য

প্রণালী:

প্রথমে একটি পাত্রে চিনি আর জল মিশিয়ে কম আঁচে বসান।

চিনি পুরো গলে না যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। কিছু ক্ষণ পর উপর থেকে এক চামচ দুধ মেশান।

রস ফুটে গাঢ় হলে নামিয়ে নিন।

এ বার একটি শুকনো পাত্রে সুজি, ময়দা, খোয়া ক্ষীর, মৌরি, ছোট এলাচের গুঁড়ো, দুধ এবং আমের টুকরোগুলি ভাল করে একসঙ্গে মেখে একটি তরল মিশ্রণ বানিয়ে নিন।

কড়াইয়ে তেল ও ঘি গরম করে হাতার সাহায্যে অল্প অল্প করে মিশ্রণ তেলে ছেড়ে মালপোয়াগুলি ভেজে নিন। পরিবেশন করার আগে কাজু ও পেস্তা ছড়িয়ে সাজিয়ে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement