Low Calorie Cold Coffee

কোল্ড কফি খেয়েও ওজন কমবে? দুধ-ক্রিম ছাড়াই বানিয়ে ফেলুন, স্বাস্থ্যকর দু’টি রেসিপি শিখে নিন

কোল্ড কফি যদি দুধ বা ক্রিম ছাড়া খান, তাতে যদি পুরু করে দেওয়া আইসক্রিমের প্রলেপ না থাকে, চিনির বাড়াবাড়িও না থাকে, তা হলে তেমন ক্ষতি হবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ১৭:৪৪
Share:

ক্যালোরি বাড়বে না, এমন কোল্ড কফি বানিয়ে ফেলুন দু’টি উপায়ে। ছবি: ফ্রিপিক।

ক্যাফের মতো কোল্ড কফি নয়। এমন কোল্ড কফি খেলে কফি খাওয়ার ইচ্ছাও পূরণ হবে, আবার স্বাস্থ্যের দিকে নজর রাখাও হবে। হয়তো ভাবছেন, দুধ-ক্রিম বা আইসক্রিম দেওয়া কোল্ড কফি খেলে ক্যালোরি বাড়তে বাধ্য। কিন্তু কোল্ড কফি যদি দুধ বা ক্রিম ছাড়া খান, তাতে যদি পুরু করে দেওয়া আইসক্রিমের প্রলেপ না থাকে, চিনির বাড়াবাড়িও না থাকে, তা হলে তেমন ক্ষতি হবে না। বিশেষ করে স্বাস্থ্যকর উপায়ে যদি বাড়িতেই বানানো যায়,তা হলে তো কথাই নেই!

Advertisement

ক্যালোরি বাড়বে না, এমন কোল্ড কফি বানিয়ে ফেলুন দু’টি উপায়ে

ওট্‌স কফি

Advertisement

উপকরণ

ওট্‌স ১ কাপ, আইস কিউব ৪-৬টি, খেজুর ৩টি, কফি পাউডার ১ চা চামচ, দারচিনির গুঁড়ো এক চিমটে, জল এক কাপ।

ওট্‌স কফি। ছবি: ফ্রিপিক।

প্রণালী

খেজুরগুলি ছাড়িয়ে নিন। এ বার মিক্সারে ওট্‌স, খেজুর আর আইস কিউব দিয়ে ভাল করে পিষে নিন। এ বার সেই মিশ্রণে কফি পাউডার, দারচিনির গুঁড়ো ও জল মিশিয়ে আরও এক বার মিশিয়ে নিন। গ্লাসে ঢেলে উপর থেকে আইস কিউব ছড়িয়ে পরিবেশন করুন। স্বাদে দুধ-ক্রিম দেওয়া কোল্ড কফিকেও হার মানাবে।

আইস্‌ড মোকা

উপকরণ

এক্সপ্রেসো কফি পাউডার এক চা চামচ, এক কাপ জল, আধ কাপ কাঠবাদামের দুধ, ২ চা চামচ মধু, আইস কিউব পরিমাণমতো।

আইস্‌ড মোকা। ছবি: ফ্রিপিক।

প্রণালী

এক্সপ্রেসো কফি দিয়ে কালো কফি বানিয়ে নিন। মিক্সারে কাঠবাদামের দুধ, কফি, আইস কিউব মিশিয়ে ভাল করে মিশিয়ে নিন। এ বার সেই মিশ্রণে উপর থেকে মধু ঢেলে, আইস কিউব দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। অনেকে এমন কফিতে ভ্যানিলা সিরাপও ব্যবহার করেন। তবে স্বাস্থ্য সচেতন হলে মধু দিয়ে খাওয়াই ভাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement