Ukraine

Russia-Ukraine War: যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের পাশে থাকতে জার্মান বেকারি তৈরি করল অভিনব মিষ্টি

ইউক্রেনের এই বিপর্যয়ে পাশে থাকতে উদ্যোগী হয়ছে জার্মানির একটি বেকারি ‘হাক’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মার্চ ২০২২ ১৪:২৮
Share:

ছবি: সংগৃহীত

ইউক্রেন। এই মুহূর্তে পূর্ব ইউরোপের একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ। ইউক্রেনের এই বিপর্যয়ে পাশে থাকতে উদ্যোগী হয়ছে জার্মানির একটি বেকারি ‘হাক’। ইউক্রেনের জাতীয় পতাকার রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে একটি বিশেষ ডোনাট। নাম দেওয়া হয়েছে ‘পিস ডোনাট’। যুদ্ধের আবহে এমনই একটি শান্তির বার্তা দিল একটি জার্মান বেকারি। এই ডোনাট বিক্রি করে সংগৃহীত অর্থ ইউক্রেনের রাজধানী ফ্র্যাঙ্কফু়র্টে আশ্রয় নেওয়া শিশুদের অনুদান দেওয়া হবে।

Advertisement

নীল ও হলুদ রঙের ফ্রস্টিং দেওয়া এই ডোনাটটির মূল্য ধার্য করা হয়েছে এক ইউরো। ভারতীয় মুদ্রায় প্রায় ৮৫ টাকা।

বেকারির মালিক তানজা হাকের কথায় ‘‘এই সঙ্কটের সময় দ্রুত কিছু করতে হবে ভেবেছিলাম। অনেক ভেবে এই ডোনাট প্রস্তুত করার কথা মাথায় আসে। দাম খুবই কম রাখা হয়েছে যাতে সবাই কিনতে পারেন।’’

Advertisement

জার্মানির বেকারির প্রয়াসকে সাধুবাদ জানাতে এগিয়ে এসেছিলেন সাধারণ মানুষও। নেট মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ‘পিস ডোনা়ট’-এর কথা। বিপুল সাড়াও মিলেছে। এক দিনেই বেকারির ১০টি শাখা থেকে প্রায় ৬০০টি ডোনাট বিক্রি হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement