এই পদের নামকরণের কারণ সম্পর্কে নানা মুনির নানা মত। ছবি: সংগৃহীত
চিকেনের নানা পদের মধ্যে চিকেন ৬৫ অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। রেস্তরাঁয় খেতে গেলেই এই পদের ফরমায়েশ আমরা অনেকেই করে থাকি। দক্ষিণ ভারতে তৈরি হওয়া মশলাদার জিভে জল আনা ফ্রায়েড চিকেনের এই পদটি সারা দেশেই ভোজনরসিকদের পছন্দের তালিকায় ঠাঁই করে নিয়েছে। কিন্তু কখনও ভেবে দেখেছেন কি চিকেনের সঙ্গে কেন এই নম্বর দেওয়া হয়েছে?
আসলে প্রথম এই পদটি তৈরি হয়েছিল যে বছর, সেই বছরটিকেই বোঝানো হয় সংখ্যাটি দিয়ে। ১৯৬৫-এ চেন্নাইয়ের বুহারি রেস্তোরাঁয় এই পদের জন্ম হয়। জন্মদাতা রেস্তরাঁর মালিক এএম বুহারি।
প্রতীকী ছবি
শোনা যায় যে, নতুন বছরে বুহারির হোটেলে কয়েক জন অতিথি এসেছিলেন। তাঁদের আপ্যায়নের ব্যবস্থা করতে চটজলদি চিকেনের একটি রেসিপি বানিয়ে ফেলেন রেস্তরাঁ-মালিক বুহারি। সেটি খাওয়ার পর অতিথিরা আপ্লুত হয়ে পদটির নাম জিজ্ঞাসা করেছিলেন বুহারিকে। কী নাম দেবেন ভেবে পাচ্ছিলেন না তিনি। সালটা ছিল ১৯৬৫, তাই তিনি চিকেনের সঙ্গে সাল জুড়ে নাম দিয়ে বসলেন চিকেন ৬৫। পরবর্তী কালে ওই পদের নামে আর পরিবর্তন হয়নি। চিকেনের এই রেসিপি চেন্নাই মুলুক থেকে বিদেশেও পাড়ি দিয়েছে। তার পর থেকে রেস্তরাঁটি বছরের সংখ্যা দিয়ে চিকেনের আরও নানা পদই রান্না করেছিল, যেমন চিকেন ৭৮, চিকেন ৮২ এবং চিকেন ৯০।
তবে এই পদের নামকরণের কারণ সম্পর্কে নানা মুনির নানা মত। কেউ মনে করেন যে এই বিশেষ পদে পঁয়ষট্টি ধরনের মশলা ব্যবহার করা হয় বলেই এমন নাম। আবার অনেকের ধারণা, ৬৫ ঘণ্টা ধরে ম্যারিনেট করে রান্না করতে হয় বলেই এমন নাম। কারও আবার ধারণা, যিনি রান্নাটি আবিষ্কার করেছিলেন সেই সময় তার বয়স ছিল ৬৫ বছর।