ছোলার তরকারি খেলেই কি পেট ভার হয়। ছবি: সংগৃহীত
শীতের রাতে রুটি-তড়কা কিংবা ছোলে বাটুরে খেতে কার না ভাল লাগে? লুচি-ছোলার ডাল বা ঘুগনি পেলেও মন্দ হয় না। বেশ চেটেপুটে খাওয়া যায়। কিন্তু মুশকিলটা হয় তার পরে। পেট ভার, গ্যাস, অ্যাসিডিটি নানা রকম সমস্যা লেগেই থাকে। এমনিতে ছোলা-মটর খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভাল। নানা রকম পুষ্টিগুণে ভরপুর হলেও অনেকের এগুলি খেলে গ্যাস হওয়ার প্রবণতা রয়েছে। কিন্তু রান্না করার কায়দা একটু বদলালেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। কী করবেন, জেনে নিন।
১। রান্না করার আগে অন্তত ৮ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। এমনিতেই ছোলা, মটর বা কাবুলি ছোলা বেশির ভাগ সময়ে আমরা বেশ অনেকটা সময় ভিজিয়ে রাখি। কিন্তু সময়ের অভাবে অনেকে অল্প ক্ষণ ভিজিয়ে কুকারে অনেকগুলি সিটি দিয়ে নরম করে নেন। এই কাজ না করে আগের রাতেই ছোলা ভিজিয়ে রাখুন। সারা রাত ভেজানো থাকলে অনেকটাই উপকার পাবেন।
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
২। ছোলা-মটর ভিজিয়ে রাখলে সেই জলেও অনেকটা গ্যাস বেরোয়। তাই সেই ভেজানো জল ভাল করে ছেঁকে ফেলে দিন। সেই জলেই রান্না সেরে ফেলবেন না।
৩। ঈষদুষ্ণ জলে ভিজিয়ে রাখতে পারলে আরও উপকার পাবেন। এ ভাবে সমস্ত গ্যাসটাই বেরিয়ে যাবে। ঘণ্টা খানেক ভিজিয়ে রাখলেই চলবে।
৪। প্রেশার কুকারে রান্না করা হয়ে গেলে বাড়তি ফেনাটা ফেলে দেবেন।
৫। নুন, টমেটো বা লেবুর রসের মতো যে কোনও উপাদান রান্নায় ব্যবহার করলে তা প্রেশার কুকারে দেবেন না। পরে যোগ করুন।