Recipe

কালীপুজোয় বাড়িতে নিরামিষ? ভিন্ন স্বাদের মালাই ফুলকপি বানিয়ে দেখুন, জমবে পুজোর ভোজ

তবে ফুলকপি মানেই হয় রোস্ট আর না হয় ডালনা। স্বাদ বদল করতে মালাই কপি বানিয়ে ফেললে কেমন হয়?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২২ ২১:৩৩
Share:

অন্য স্বাদে ফুলকপি। ছবি: শাটারস্টক।

কালীপুজোতে অনেকের বাড়িতেই নিরামিষ রান্নার চল। পোলাও হোক বা লুচি, সঙ্গে ফুলকপির একটা পদ চাই-ই-চাই! তবে ফুলকপি মানেই হয় রোস্ট আর না হয় ডালনা। স্বাদ বদল করতে মালাই কপি বানিয়ে ফেললে কেমন হয়?

Advertisement

খুব সামন্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন এই পদ। রাতে ভূরিভোজে জমবে বেশ। রইল রেসিপির হদিস।

উপকরণ:

Advertisement

ফুলকপি: ১টি (ডুমো করে কাটা)

পেঁয়াজ কুচি: আধ কাপ

কারিপাতা: ৬টি

হলুদ গুঁড়ো: ১ টেবিল চামচ

নারকেলের দুধ: ১ কাপ

সর্ষে: ১ চা চামচ

লঙ্কার গুঁড়ো: আধ চা চামচ

সর্ষের তেল: ৩ টেবিল চামচ

নুন ও চিনি: স্বাদমতো

ফ্রেশ ক্রিম: ২ চামচ

জমবে কালিপুজোর ভূরিভোজ! ছবি: শাটারস্টক

প্রণালী:

কড়াইতে সর্ষের তেল গরম করে সর্ষে ফোড়ন দিন। তার পর পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন। গুঁড়ো মশলা দিয়ে মিনিট দুয়েক নাড়াচাড়া করুন। এর পর আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপিগুলি দিয়ে ভাল করে ভেজে নিয়ে মশলায় দিয়ে দিন। মশলা থেকে তেল ছেড়ে এলে নারকেলের দুধ মিশিয়ে দিন। স্বাদমতো নুন, চিনি দিয়ে ঢাকা দিয়ে দিন। মিনিট দশেক পরে ছাকা খুলে ক্রিম মিশিয়ে দিন গরম ভাত কিংবা লুচি পরোটার সঙ্গে গরমাগরম পরিবেশন করুন মালাই কপি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement