বলিউডে আসছে আমেরিকার তিন হাইস্কুল পড়ুয়া। আর্চি, ভেরোনিকা, বেটি। চল্লিশের দশকের যাদের বন্ধুত্বে মোড়া ত্রিকোণ প্রেম বুঁদ করে রেখেছিল আ-বিশ্ব কমিকপ্রেমীদের। তারাই এবার সিনেমা প্রেমীদের দরবারে। যদিও আর্চিভক্তদের দাবি, এই ২০২১-এও আর্চি আর তার বন্ধুদের চুম্বক আকর্ষণে এক চিলতে ভাটা পড়েনি। সুযোগ পেলে এখনও একই রকম অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারে তারা নতুন প্রজন্মের কাছে।
আর্চিরা বলিউডের পর্দায় আসছে পরিচালক প্রযোজক জোয়া আখতার আর রীমা কাগতির হাত ধরে। দিন দুই আগেই তাদের নিয়ে নতুন ছবির ঘোষণা করেছেন জোয়া। ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আর্চিরা আসছে আর আসছে সম্পূর্ণ ভারতীয় অবতারে।’ ছবিটি অবশ্য সিনেমা হলে নয়, দেখা যাবে একটি ওটিটি প্ল্যাটফর্মে।
ছবির নাম ‘দ্য আর্চিস’। জোয়াই জানিয়েছেন। পরিচালনা করবেন জোয়া নিজে। রীমা সম্ভবত প্রযোজকের ভূমিকাতে। একটি সাংবাদিক বৈঠকে দু’জনেই জানিয়েছেন, ছবির গল্প বিদেশের কমিক থেকে অনুপ্রাণিত হলেও আসলে আর্চি-ভেরোনিকা এবং বেটিকে এনে ফেলা হবে ৬০-এর দশকের ভারতে।
আর্চি, ভেরোনিকা, বেটির ভূমিকায় কারা অভিনয় করতে চলেছেন? জোয়া তা জানাননি। কিন্তু কানাঘুষোয় প্রকাশ্যে এসেছে একটি খবর। সেই খবর সত্যি হলে বলিউডের আর্চি হয়ে পর্দায় শিগগিরই আত্মপ্রকাশ করতে চলেছেন অমিতাভ বচ্চনের পৌত্র। কন্যা শ্বেতা নন্দার সন্তান অগস্ত্য নন্দা।
বলিউডে অগস্ত্যর আত্মপ্রকাশের খবর নিয়ে এর আগে বিশেষ আলোচনা হয়নি। বরং তাঁর থেকে অনেক বেশি আলোচিত তাঁর বোন। শ্বেতার কন্যা নভ্য নভেলি নন্দা। অগস্ত্যর অভিনয় জগতে আসার খবরে তাই উত্তেজিত বলিউডপ্রেমীরা।
সূত্রের খবর, অগস্ত্যর সঙ্গেই ‘দ্য আর্চিস’-এ দেখা যাবে শাহরুখ খানের কন্যা সুহানা খান এবং শ্রীদেবীর কনিষ্ঠ কন্যা খুশি কাপুরকে। অগস্ত্যের অভিনয়ে আত্মপ্রকাশ নিয়ে আলোচনা না হলেও সুহানা আর খুশির বলিউড সূচনা যে সময়ের অপেক্ষা, তা অনেকেই জানতেন।
এক দিকে সুহানা ইতিমধ্যেই একটি স্বল্পদৈর্ঘ্যের ছবিতে কাজ করে ফেলেছেন। তবে নেটমাধ্যমে অতিসক্রিয় হলেও খুশি সে ভাবে পেশাদার ক্যামেরার মুখোমুখি হননি এখনও। সেই হিসেবে ‘দ্য আর্চিস’ একেবারেই আনকোরা তিন অভিনেতাকে নিয়ে কাজ করতে চলেছে।
অগস্ত্যর বয়স ২০। সুহানা এবং খুশি দু’জনেই ২১। দু’জনকেই দেখা যাবে আর্চির দুই বান্ধবীর ভূমিকায়। বেটি কুপারের চরিত্রে অভিনয় করবেন খুশি। ভেরোনিকা লজের ভূমিকায় দেখা যাবে সুহানাকে।
আর্চি-বেটি-ভেরোনিকার ত্রিকোণ বন্ধুত্বের রসায়নই আর্চিস কমিকের মূল আকর্ষণ। গান-গিটার নিয়ে মেতে থাকা আর্চিবাল্ড অ্যানড্রুজ ভালবাসে তার রিভারডেল হাইস্কুলের সহপাঠী ভেরোনিকাকে। আবার ধনী পরিবারের মেয়ে সোনালি চুলের সুন্দরী বেটির প্রতিও ভাললাগা আছে তার।
এই তিনজনের হাইস্কুল প্রেম অমলিন গল্প তৈরি করতে থাকে নিরন্তর। তাদের সঙ্গে থাকে আরও দুই বন্ধু জাগহেড জোনস আর রেজি ম্যানটেল। যদিও জোয়ার ছবিতে এই দুই চরিত্রে কাদের ভাবা হচ্ছে, তা জানা যায়নি। তবে একটি সূত্রে জানা গিয়েছে সইফ আলি খান এবং অমৃতা সিংয়ের পুত্র ইব্রাহিম আলি খানের কথা ভেবেছেন জোয়া।
জোয়া এবং রীমার প্রযোজনা সংস্থা টাইগার বেবি ফিল্মস ছবিটির প্রযোজনা করছে। এই প্রথম একক ভাবে কোনও ছবি করছে সংস্থাটি। এর আগে ফারহান আখতারের প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে ‘গালি বয়’, ‘মেড ইন হেভেন’-এর কাজ করেছিল জোয়ার সংস্থা। প্রথম একক প্রযোজনা নিয়ে তাই দুই পরিচালক প্রযোজক উত্তেজিত।
ছবিটিকে ‘মিউজিক্যাল ফিল্ম’-এর আদলে ভাবা হয়েছে বলেও জানিয়েছেন দু’জনে। অর্থাৎ এমন ছবি, যেখানে চরিত্রদের মুখের কথা প্রকাশ হবে গানের সুরে। এই ধরনের মিউজিক্যাল ছবি তৈরির প্রচলন বিদেশে থাকলেও বলিউডে কমই হয়েছে। জোয়া আর রীমার ছবি সেই অভাব পূরণ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।