জার্সি নম্বর ১২। খেলার মাঠে এই জার্সি পরে আর খেলতে না পারলেও অনুরাগীদের জন্য অভিনব উদ্যোগ নিয়েছেন যুবরাজ সিংহ।
সম্প্রতি ‘এয়্যারবিএনবি’ সংস্থার সঙ্গে হাত মিলিয়েছেন যুবরাজ। গোয়াতে তাঁর যে বিলাসবহুল বাড়ি রয়েছে, এই সংস্থার তরফে তা ভাড়া দেওয়া হবে।
ভারতের বিভিন্ন পর্যটন কেন্দ্রে এমন বহু বাড়ি রয়েছে, যা পর্যটকদের জন্য অতিথিআবাস হিসাবে ভাড়া দেওয়া হয়। এই সংস্থার মাধ্যমেই সেই বাড়িগুলি নির্দিষ্ট দিনের জন্য বুক করতে পারেন পর্যটকেরা।
এ বার যুবরাজের বাড়িতেও থাকার সুযোগ মিলবে। এই বিলাসবহুল বাড়ির নাম ‘কাসা সিংহ’। গোয়ার মঞ্জিম এলাকায় চাপোরা নদীর তীরে রয়েছে বাড়িটি।
সাদা এবং নীল রঙা দেওয়াল ঘেরা এই বাড়িতে গ্রিসের ছাপ রয়েছে। তিন বেডরুমবিশিষ্ট এই ইন্দো-পর্তুগিজ স্টাইলের বাড়িতে মাঝেমধ্যেই পরিবার, বন্ধুবান্ধব-সহ ছুটি কাটাতে যান যুবরাজ।
দু’তলা বাড়ির উপরতলায় রয়েছে বিশাল বেডরুম। তার সঙ্গে লাগোয়া বারান্দাও। এখানে দাঁড়িয়ে আরব সাগরের সৌন্দর্য উপভোগ করা যায়।
অতিথিদের থাকার জন্য আলাদা একটি গেস্টরুমের ব্যবস্থাও রয়েছে। এই ঘর থেকে ছাদেও যাওয়া যায়।
যুবরাজ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বাড়ির ছবি পোস্ট করে জানান, ছয় জন তাঁর বাড়িতে এসে থাকার সুযোগ পাবেন। বাড়িতে কী কী সুবিধা পাওয়া যাবে তা-ও জানিয়েছেন তিনি।
ঘরের ভিতর প্রবেশ করার পরেই ভার্চুয়াল মাধ্যমে নিজের বাড়িতে স্বাগত জানাবেন যুবরাজ। অনলাইন মাধ্যমে অতিথিদের সঙ্গে আলাপচারিতাতেও জড়াবেন তিনি।
বাড়ির ভিতর একটি নোট পাবেন অতিথিরা। গোয়ায় গেলে যুবরাজ কোন কোন জায়গায় ঘুরতে পছন্দ করেন, কী ভাবে দিন কাটাতে ভালবাসেন— সব লেখা রয়েছে।
দিভার দ্বীপপুঞ্জে ই-বাইকে চড়ে ঘোরা, ম্যানগ্রোভ অরণ্য, মন্দির, গির্জা, অন্যান্য সুন্দর স্থাপত্যের কথাও উল্লেখ করা রয়েছে সেখানে।
বাড়িতে শেফও রয়েছে। গোয়ার যে খাবারগুলি যুবরাজ খেতে পছন্দ করেন, শেফের সান্নিধ্যে সেই খাবারগুলি চেখে দেখার সুযোগও মিলবে অতিথিদের।
বাড়ির সামনে যে বিশাল সুইমিং পুল রয়েছে, সেখান থেকে সূর্যাস্ত দেখার অনুরোধও করেছেন যুবরাজ।
২৮ সেপ্টেম্বর, বুধবার দুপুর ১টা থেকে ‘এয়্যারবিএনবি’র মাধ্যমে এই বাড়িটি বুকিং করা শুরু হবে। যুবরাজ জানিয়েছেন, মাত্র ছয় জন এই সুযোগ পেতে পারেন। শুধু ভারত নয়, যে কোনও দেশের নাগরিক এসে থাকতে পারেন ‘কাসা সিংহ’-এ।
১৪ থেকে ১৬ অক্টোবর, এই দু’রাতের জন্য থাকতে পারবেন অতিথিরা। থাকার জন্য দিনপ্রতি খরচ ১ হাজার ২১২ টাকা। যুবরাজের জন্মদিন ১২ ডিসেম্বর। তাঁর জার্সি নম্বরও ১২। এই দুই নম্বর মিলিয়েই ভাড়ার পরিমাণ নির্ধারণ করা হয়েছে।