ভারতীয় ধনকুবের ইয়োহান ও মিশেল পুনাওয়ালার দ্বিতীয় বিলাসবহুল ‘আস্তানা’ তৈরি দক্ষিণ মুম্বইয়ের কাফ প্যারেডে। মুম্বইয়ের এই অন্যতম অভিজাত এলাকায় ৩০ হাজার বর্গফুট জুড়ে একটি প্রাসাদোপম বাড়ি কিনেছেন পুনাওয়ালা দম্পতি, যার মূল্য ৫০০ কোটিরও বেশি।
ইয়োহান পুনাওয়ালা জাভারে পুনাওয়ালার পুত্র। ১৯৬৬ সালে ভাই সাইরাস পুনাওয়ালার সঙ্গে সেরাম ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন জাভারে।
পুনাওয়ালা পরিবার ভারতের অন্যতম ধনী পরিবার এবং কোভিড -১৯ মহামারীর সময়ে নাগরিকদের টিকা দেওয়ার ক্ষেত্রে ভারতের সেরাম ইনস্টিটিউটের নামটি বেশ কয়েক বার শিরোনামে উঠে এসেছে।
এই এলাকার সবচেয়ে ব্যয়বহুল ‘স্ট্যান্ড-অ্যালোন’ সম্পত্তিটি ইয়োহান পুনাওয়ালা ও মিশেল পুনাওয়ালার নামাঙ্কিত হল। নাম থাকছে ‘পুনাওয়ালা ম্যানসন’।
ইয়োহান-পত্নী মিশেলের তত্ত্বাবধানে এই সম্পত্তিটিকে দ্বিতীয় পুনাওয়ালা ম্যানসনের রূপ পেতে চলেছে । মিশেল পুনাওয়ালা নিজেও একজন ব্যবসায়ী। তাঁরই নিজস্ব ডিজ়াইন ফার্ম ‘এমওয়াইপি’ ডিজ়াইন স্টুডিও। এই ডিজ়াইন ফার্ম-এর হাতেই ‘পুনাওয়ালা ম্যানসন’ সাজানোর দায়িত্ব।
প্রশস্ত গঠনের একাধিক তলবিশিষ্ট এই বিলাসবহুল এই বাড়িটির বিস্তৃত অংশ ও ছাদটি পুনাওয়ালা দম্পতির শিল্প সংগ্রহ দিয়ে সাজানোর জন্য নিখুঁত ভাবে তৈরি করা হবে। বাসভবনের একটি অংশকে ব্যক্তিগত আর্ট গ্যালারিতে রূপান্তরিত করার পরিকল্পনাও রয়েছে।
সেখানে মিশেল পুনাওয়ালার সংগ্রহে থাকা নানা তৈলচিত্র এবং অন্যান্য মূল্যবান সামগ্রী প্রদর্শিত হবে। এ ছাড়াও ইয়োহান পুনাওয়ালার নিজস্ব গাড়ির সংগ্রহ ব্যক্তিগত আর্ট গ্যালারিতে প্রর্দশিত হবে। ইয়োহান পুনাওয়াল্লার সংগ্রহে রোলস রয়েস ফ্যান্টম ছাড়াও একাধিক গাড়ি রয়েছে।
সম্পর্কে আদর পুনাওয়ালার তুতো ভাই ইয়োহান ১০০ কোটি টাকারও বেশি মূল্যের গাড়ি ও হেলিকপ্টারের মালিক। সেগুলিতে তাঁর নামের আদ্যক্ষর ‘ওয়াইজ়েডপি’ লিখতে পছন্দ করেন।
এর মধ্যে কয়েকটি ভারতে বিরল। ইয়োহান পুনাওয়ালার মালিকানাধীন বিদেশি গাড়িগুলির মধ্যে রয়েছে ‘বেন্টলে বেন্টেগা’, ‘ল্যান্ড রোভার ডিফেন্ডার’, ‘ফেরারি’ , ‘পিস্তা স্পাইডার’ ও ‘ল্যাম্বরগিনি গ্যালার্দো’।
পুনাওয়ালা ইঞ্জিনিয়ারিং গ্রুপের চেয়ারম্যান ইয়োহান সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ারও শেয়ার হোল্ডার। এ ছাড়াও ‘পুনাওয়ালা ফাইনান্সিয়াল’ সংস্থারও চেয়ারম্যান তিনি।
‘পুনাওয়ালা স্টাড ফার্মস’ এবং ‘পুনাওয়ালা রেসিং অ্যান্ড ব্রিডিং’-এর পরিচালনার দায়িত্বে রয়েছেন ইয়োহান পুনাওয়ালা। রেসের মাঠেও তাঁর অবাধ যাতায়াত।সম্প্রতি দক্ষিণ মুম্বইয়ের এই এলাকায় একের পর এক তারকা নিজেদের বাড়ি বা সম্পত্তি কিনে রাখছেন। ক্রিকেটার বিরাট কোহলি, রোহিত শর্মা, যুবরাজ সিংহ— সকলেই ভবিষ্যতে এই এলাকার বাসিন্দা হতে পারেন।
বিরাট কোহলি ৩৪ কোটিতে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছিলেন, যেখানে ওর্লিতেও রোহিত শর্মা আহুজা টাওয়ারে ৩০ কোটির সম্পত্তি কিনেছেন । যুবরাজ সিং-ও একই পাড়ায় ৬৪ কোটি টাকার সম্পত্তি কিনেছেন। প্রযোজক এবং পরিচালক দীনেশ ভিজানও দক্ষিণ মুম্বইতে ৯০০০ বর্গ ফুট সম্পত্তির মালিক। অন্যান্য তারকার মধ্যে রয়েছে সুহানা খানের আলিবাগে ১২.৯ কোটিতে কেনা ১ একর কৃষিজমি এবং বান্দ্রায় ৩৮ কোটিতে কেনা ২৪৯৭ বর্গ ফুট আলিয়া ভাটের প্রোডাকশন হাউসের অ্যাপার্টমেন্টও।