Bollywood Films

ফ্লপ হবে বলে নিশ্চিত ছিলেন সমালোচকেরা, মুক্তির পর তাক লাগিয়ে দিয়েছিল বলিউডের যে আট ছবি

যে ছবিগুলি ফ্লপ হবে বলে দর্শক ভেবেছিলেন তা বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছে। এই তালিকায় রয়েছে সলমন খান, অক্ষয় কুমার এবং করিনা কপূর খানের মতো তারকাদের ছবি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪৮
Share:
০১ ১৮

বলিউডে এমন বহু ছবি রয়েছে যা দর্শকের মন ছুঁয়ে যাওয়ার পাশাপাশি বক্স অফিসেও ভাল ব্যবসা করে। কিন্তু এর উল্টো দিকও রয়েছে। এমন বহু ছবি রয়েছে, যেগুলি ফ্লপ হবে বলে দর্শক ধরে নিয়েছিলেন, ভাল নম্বর দেননি সমালোচকেরাও, তবু সেগুলি বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছে। এই তালিকায় রয়েছে সলমন খান, অক্ষয় কুমার এবং করিনা কপূর খানের মতো তারকাদের ছবি।

০২ ১৮

২০১৮ সালে রেমো ডি’সুজ়ার পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘রেস ৩’। বহু তারকাসমৃদ্ধ এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন সলমন খান, অনিল কপূর, ববি দেওল, জ্যাকলিন ফার্নান্ডেজ, ডেসি শাহ প্রমুখ।

Advertisement
০৩ ১৮

‘রেস ৩’ ছবিটি দর্শকের কাছে নিন্দা কুড়োলেও বক্স অফিসে ভালই ব্যবসা করে। ১৮৫ কোটি টাকা বাজেটের এই ছবি মুক্তির পর বক্স অফিস থেকে ২৯৫ কোটি টাকা উপার্জন করে।

০৪ ১৮

২০১০ সালে ফারহা খানের পরিচালনায় মুক্তি পায় ‘তিস মার খান’। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন অক্ষয় কুমার, ক্যাটরিনা কইফ, অক্ষয় খন্নার মতো তারকারা।

০৫ ১৮

‘তিস মার খান’ মুক্তির পর দর্শকের একাংশ আলোচনা শুরু করেন যে, এই ছবিটি অক্ষয় কুমারের কেরিয়ারে ফ্লপ ছবির তালিকায় নাম লিখিয়ে ফেলবে। কিন্তু বক্স অফিসে এই ছবিটি ৯৯ ক‌োটি টাকার ব্যবসা করে।

০৬ ১৮

২০১৪ সালে আলি আব্বাস জাফরের পরিচালনায় মুক্তি পায় ‘গুন্ডে’ ছবিটি। প্রিয়ঙ্কা চোপড়া জোনাস, রণবীর সিংহ এবং অর্জুন কপূর এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন।

০৭ ১৮

‘গুন্ডে’ মুক্তির পর এই ছবির ‘তুনে মারি এন্ট্রিয়া’ গানটি যথেষ্ট জনপ্রিয় হয়। কিন্তু সিনেমাটি প্রশংসা কুড়োতে পারেনি।

০৮ ১৮

তবু ৫১ কোটি টাকা বাজেটের ছবি ‘গুন্ডে’ মুক্তির পর বক্স অফিস থেকে ১৩১ কোটি টাকা উপার্জন করে।

০৯ ১৮

দিব্যা খোসলা কুমারের পরিচালনায় ২০১৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ইয়ারিয়া’ ছবিটি। রকুলপ্রীত সিংহের পাশাপাশি এই ছবিতে দেখা যায় একাধিক নতুন মুখ।

১০ ১৮

১০ কোটি টাকা খরচ করে বানানো হয় ‘ইয়ারিয়া’ ছবিটি। দর্শকের কাছে নেতিবাচক প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে এই ছবিটি ৫৫ কোটি টাকার ব্যবসা করে।

১১ ১৮

২০০৩ সালে অমিত সাক্সেনার পরিচালনায় মুক্তি পায় ‘জ়িস্‌ম’। বিপাশা বসু এবং জন আব্রাহমের জুটি, ভাল গান-সহ ছবিটিও দর্শকের মন কাড়ে। কিন্তু ন’বছর পর এই ছবির দ্বিতীয় পর্ব দর্শককে হতাশ করে।

১২ ১৮

২০১২ সালে পূজা ভট্টের পরিচালনায় মুক্তি পায় ‘জ়িস্‌ম ২’। সানি লিওন, রণদীপ হুডা এবং অরুণোদয় সিংহ এই ছবিতে অভিনয় করেন। কিন্তু এই ছবিটি দর্শকের মনে ধরেনি।

১৩ ১৮

দর্শকের পছন্দ না হলেও ১৩ কোটি টাকা বাজেটে তৈরি ‘জ়িস্‌ম ২’ ছবিটি বক্স অফিস থেকে ৪৮ কোটি টাকার ব্যবসা করে।

১৪ ১৮

২০১৩ সালে অভিনব কাশ্যপের পরিচালনায় মুক্তি পায় ‘বেশরম’। ঋষি কপূর, রণবীর কপূর এবং নীতু সিংহ অভিনয় করলেও দর্শকের পছন্দের ছবির তালিকায় জায়গা করতে পারেনি ‘বেশরম’।

১৫ ১৮

নেতিবাচক প্রতিক্রিয়া পেলেও ৮৩ কোটি টাকা বাজেটের ছবি ‘বেশরম’ বক্স অফিস থেকে ১০৩ কোটি টাকা উপার্জন করে।

১৬ ১৮

২০০৮ সালে বিজয়কৃষ্ণ আচার্যের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘টশন’। অক্ষয় কুমার, সইফ আলি খান এবং করিনা কপূর খান এই ছবিতে অভিনয় করেন। এই ছবির শুটিং চলাকালীন সইফ এবং করিনার প্রেম দানা বাঁধে বলে বলিপাড়া সূত্রে খবর।

১৭ ১৮

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘টশন’ ছবিটি দর্শকের মনে ধরেনি। তবে ৩১ কোটি টাকা বাজেটের ছবি মুক্তির পর বক্স অফিস থেকে ৫২ কোটি টাকা উপার্জন করে।

১৮ ১৮

এই তালিকায় রয়েছে করিনা এবং অক্ষয়ের আরও একটি ছবি। কমেডি ড্রামা ঘরানার ছবি ‘কমবখ্‌ত ইশক’ ২০০৯ সালে মুক্তি পায়। দর্শকের পছন্দ না হলেও ৩১ কোটি টাকা বাজেটের এই ছবি বক্স অফিস থেকে ৮৪ কোটি টাকার ব্যবসা করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement