Thinnest Skyscraper in the World

একটি ফ্ল্যাটের দাম ৮১৭ কোটি টাকা! তৈরি হল বিশ্বের সবচেয়ে সরু বহুতল

দিন কয়েক আগে শেষ হল বিশ্বের সবচেয়ে সরু বহুতল স্টেনওয়ে টাওয়ার নির্মাণ।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২২ ১০:৩৪
Share:
০১ ১৪

শেষ হল বিশ্বের সবচেয়ে সরু বহুতল স্টেনওয়ে টাওয়ার নির্মাণের কাজ। দিন কয়েক আগে এই বহুতল তৈরি হল আমেরিকার নিউ ইয়র্কে।

ছবি: সংগৃহীত

০২ ১৪

বহুতল নির্মাণে আমেরিকা, সংযুক্ত আরব আমিরশাহি এবং চিন একে অপরের সঙ্গে যেন টক্কর দেয়। প্রতিটি বহুতল নিজ নিজ বৈশিষ্ট্যে নজির গড়ে। যেমন নিউ ইয়র্কের এই স্টেনওয়ে টাওয়ার বিশ্বের সবচেয়ে সরু বহুতল হিসাবে নজির গড়েছে।

ছবি: সংগৃহীত

Advertisement
০৩ ১৪

স্টেনওয়ে টাওয়ারের উচ্চতা প্রায় ১ হাজার ৪২৮ ফুট।

ছবি: সংগৃহীত

০৪ ১৪

উচ্চতার নিরিখে নিউ ইয়র্কের সবচেয়ে উঁচু বহুতল সেন্ট্রাল পার্ক টাওয়ার-এর পরেই রয়েছে স্টেনওয়ে টাওয়ার।

ছবি: সংগৃহীত

০৫ ১৪

নিউ ইয়র্কের ম্যানহাটন শহরের প্রাণকেন্দ্রে তৈরি হয়েছে স্টেনওয়ে টাওয়ার।

ছবি: সংগৃহীত

০৬ ১৪

স্টেনওয়ে টাওয়ারটি প্রায় ৩৮ হাজার ঘন মিটার কনক্রিট দিয়ে তৈরি করা হয়েছে।

ছবি: সংগৃহীত

০৭ ১৪

সংবাদ সংস্থা সূত্রের খবর, স্টেনওয়ে টাওয়ারের একটি ফ্ল্যাটের মূল্য ১০০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় আনুমানিক ৮১৭ কোটি ১৪ লক্ষ টাকা)।

ছবি: সংগৃহীত

০৮ ১৪

স্টেনওয়ে টাওয়ার যে জমির উপর দাঁড়িয়ে, তার দৈর্ঘ্য এবং বহুতলের উচ্চতার অনুপাত ১:২৪।

ছবি: সংগৃহীত

০৯ ১৪

৯১ তলার স্টেনওয়ে টাওয়ারের এই বহুতলে ৪৬টি তলা জুড়ে ফ্ল্যাট রয়েছে। এ ছাড়াও রয়েছে ডুপ্লে আবাসন।

ছবি: সংগৃহীত

১০ ১৪

স্টেনওয়ে টাওয়ারের মূল আকর্ষণ এখানকার সুইমিং পুল। এই সুইমিং পুলটি প্রায় ৮২ ফুট গভীর।

ছবি: সংগৃহীত

১১ ১৪

স্টেনওয়ে টাওয়ারের প্রতিটি ঘরে রয়েছে মেঝে থেকে দেওয়াল পর্যন্ত উঁচু কাচের জানলা। এই জানলা দিয়ে ম্যানহ্যাটন শহরের সৌন্দর্য উপভোগ করা যায়।

ছবি: সংগৃহীত

১২ ১৪

স্টেনওয়ে টাওয়ারে যাঁরা থাকবেন তাঁদের জন্য রয়েছে আলাদা খাওয়ার ঘরও। ব্যক্তিগত রাঁধুনি রাখার বন্দোবস্তও রয়েছে এখানে।

ছবি: সংগৃহীত

১৩ ১৪

সংবাদ সংস্থা সূত্রের খবর, স্টেনওয়ে টাওয়ারটি ৫৭ ফুট চওড়া। প্রায় ৫৩ হাজার বর্গ মিটার এলাকা জুড়ে টাওয়ারটি বানানো হয়েছে।

ছবি: সংগৃহীত

১৪ ১৪

স্টুডিয়ো সোফিল্ড সংস্থার মালিক উইলিয়াম সোফিল্ড স্টেনওয়ে টাওয়ারের সাজসজ্জার দায়িত্বে ছিলেন।

ছবি: সংগৃহীত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement