Bible

Gold Bible: চাষের জমি থেকে সোনার বাইবেল পেলেন দম্পতি, দাম উঠল...

সোনার বাইবেল দেখেছেন? চাষের জমিতে ধাতব জিনিসের খোঁজ করতে গিয়ে সোনার বাইবেল খুঁজে পেলেন এক ব্রিটিশ দম্পতি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২১ ০৯:৪২
Share:
০১ ১০

সোনার বাইবেল দেখেছেন? চাষের জমিতে ধাতব জিনিসের খোঁজ করতে গিয়ে সোনার বাইবেল খুঁজে পেলেন এক ব্রিটিশ দম্পতি।

০২ ১০

মুহূর্তেই ভাগ্য বদলে গেল তাঁদের। এর মূল্য অন্তত এক লক্ষ পাউন্ড, প্রায় এক কোটি টাকা। কী ভাবে চাষের জমি থেকে এই ঐতিহাসিক সোনার বাইবেল খুঁজে পেলেন তাঁরা?

Advertisement
০৩ ১০

ইয়র্কের বাসিন্দা বাফি বেইলে এবং তাঁর স্বামী দু’জনেই শখে পুরনো ধাতব জিনিস খুঁজে বেড়ান। অনেকে নিজের জমি থেকে পুরনো জিনিস খুঁজে দিতে তাঁদের ডেকেও পাঠান।

০৪ ১০

এর পাশাপাশি বাফি পেশায় একজন নার্সও। সম্প্রতি ইয়র্কেই একটি চাষের জমিতে ধাতব দ্রব্য খোঁজার ডাক পেয়েছিলেন তাঁরা। জমির মালিকের ইচ্ছাতেই খোঁজ শুরু করেন দু’জনে।

০৫ ১০

কিছু দূর যাওয়ার পর মেটাল ডিটেক্টর-এ খুব শক্তিশালী সিগন্যাল পান তাঁরা। প্রায় পাঁচ ইঞ্চি খোলার পরই একটি ছোট সোনালি রঙের ধাতু উদ্ধার করেন।

০৬ ১০

সেই ছোট সোনালি রঙের জিনিসটিই যে পরবর্তীকালে দুর্মূল্য সোনার বাইবেল হতে চলেছে তা ঘুণাক্ষরেও টের পাননি দু’জনে।

০৭ ১০

পরে মোবাইলে সেটির ছবি তুলে এবং ছবিটি বড় করে দেখেই আনন্দে আত্মহারা হয়ে ওঠেন বাফি। সোনালি বস্তুটি আদপে একটি সোনার বাইবেল!

০৮ ১০

যার দৈর্ঘ্য দেড় সেন্টিমিটার, ওজন মাত্র পাঁচ গ্রাম। ২৪ ক্যারটের সোনা ব্যবহার করা হয়েছিল তাতে, জানান বাফি।

০৯ ১০

আরও খোঁজখবর নিয়ে বাফি জানতে পারেন, রাজা তৃতীয় রিচার্ডের আমলের (১৪৫২-১৪৮৫) বাইবেল সেটি।

১০ ১০

বিশেষজ্ঞদের মতে, তৃতীয় রিচার্ড রাজত্বকালে সম্ভবত কোনও মহিলা আত্মীয়কে উপহার হিসাবে এই বাইবেল দিয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement