Jaane Jaan Cast Fees

কেউ ১২ কোটি তো কেউ ১ কোটি, ‘জানে জাঁ’-এ অভিনয় করে কত আয় করেছেন করিনা, বিজয়েরা?

নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ‘জানে জাঁ’ ছবিতে করিনা কপূর খানের পাশাপাশি অভিনয় করেন বিজয় বর্মা এবং জয়দীপ অহলাওয়াত। ‘জানে জাঁ’-এ অভিনয় করে কত পারিশ্রমিক পেলেন তারকারা?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ ১৬:১২
Share:
০১ ১৫

২১ সেপ্টেম্বরে ৪৩ বছরে পা দিয়েছেন বলি অভিনেত্রী করিনা কপূর খান। একই দিনে ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করেন তিনি। বাঙালি পরিচালক সুজয় ঘোষের হাত ধরে ‘জানে জাঁ’ ছবির মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে অভিনয়যাত্রা শুরু করেন করিনা।

০২ ১৫

নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ‘জানে জাঁ’ ছবিতে করিনার পাশাপাশি অভিনয় করেন বিজয় বর্মা এবং জয়দীপ অহলাওয়াত। ‘জানে জাঁ’-এ অভিনয় করে কত পারিশ্রমিক পেলেন তারকারা?

Advertisement
০৩ ১৫

কেইগো হিগাশিনোর লেখা ‘দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স’ উপন্যাসের উপর ভিত্তি করে ‘জানে জাঁ’ ছবির চিত্রনাট্য বুনেছেন সুজয়।

০৪ ১৫

‘জানে জাঁ’ ছবির শুটিং স্পট হিসাবে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলাদু’টিকে বেছে নিয়েছিলেন সুজয়। মার্ডার-থ্রিলার ঘরানার ছবিতে কখনও দেখিয়েছেন দার্জিলিঙের টয় ট্রেন, কখনও বা কালিম্পঙের বিখ্যাত রেস্তরাঁর কথাও সংলাপে পেড়েছেন তিনি।

০৫ ১৫

‘জানে জাঁ’ ছবিতে মায়া চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে করিনাকে। বলিপাড়া সূত্রে খবর, এই ছবিতে অভিনয় করে সবচেয়ে বেশি পারিশ্রমিক আদায় করেছেন তিনিই।

০৬ ১৫

সাধারণত কোনও ছবিতে অভিনয় করে ৮ থেকে ১৮ কোটি টাকা পর্যন্ত আয় করেন করিনা।

০৭ ১৫

তবে ‘জানে জাঁ’ ছবিতে অভিনয় করে করিনা কত টাকা নিজের পকেটে পুরেছেন সে বিষয়ে পাকাপাকি ভাবে কিছু জানা যায়নি।

০৮ ১৫

বলিপাড়ার একাংশের অনুমান, ‘জানে জাঁ’ ছবিতে অভিনয় করে ১০ থেকে ১২ কোটি টাকা আয় করেছেন করিনা।

০৯ ১৫

‘জানে জাঁ’ ছবিতে নরেনের চরিত্রে অভিনয় করেন জয়দীপ। পেশায় এক শিক্ষক নরেন। এক দিকে গণিতে পারদর্শী আবার অন্য দিকে মার্শাল আর্টসেও দক্ষ সে। নরেন চরিত্রটি পর্দায় নিপুণ ভাবে ফুটিয়ে তুলেছেন জয়দীপ। চরিত্রটি নিখুঁত করার জন্য জয়দীপের মেকআপও দুর্দান্ত করা হয়েছে।

১০ ১৫

বলিপাড়া সূত্রে খবর, ‘জানে জাঁ’ ছবিতে অভিনয় করে ৩ কোটি টাকা উপার্জন করেছেন জয়দীপ।

১১ ১৫

‘জানে জাঁ’ ছবিতেই প্রথম নয়, এর আগেও বহু বার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ়ে অভিনয় করতে দেখা গিয়েছে বিজয়কে। ‘এ স্যুটেবল বয়’, ‘শি’, ‘মির্জাপুর’, ‘দহাড়’, ‘লাস্ট স্টোরিজ় ২’, ‘কালকূট’-এর মতো একাধিক ওয়েব সিরিজ়ে অভিনয় করেন বিজয়।

১২ ১৫

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ‘ডার্লিংস’ ছবিতে শেফালি শাহ এবং আলিয়া ভট্টের সঙ্গে অভিনয়ের সুযোগ পান বিজয়।

১৩ ১৫

‘জানে জাঁ’ ছবিতে কর্ণের চরিত্রে অভিনয় করেন বিজয়। পেশায় পুলিশকর্মী কর্ণ।

১৪ ১৫

পুলিশের ভূমিকায় ‘কালকূট’ ওয়েব সিরিজ়ে অভিনয় করতে দেখা গিয়েছিল বিজয়কে।

১৫ ১৫

বলিপাড়া সূত্রে খবর, ‘জানে জাঁ’ ছবিতে অভিনয় করে ১ কোটি টাকা পারিশ্রমিক আদায় করেন বিজয়।

সকল ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement