Highest Paid TV Actress

মাসে কোটি টাকা উপার্জন! আয়ের দিক থেকে হিনা, রুবিনাদের টক্কর দিচ্ছেন বাঙালি অভিনেত্রী

উপার্জনের ভিত্তিতে অভিনেত্রীদের তালিকায় হিনা খান, তেজস্বী প্রকাশ, রুবিনা দিলাইককে ছাপিয়ে গিয়েছেন টেলিপাড়ার অন্য এক নায়িকা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৫ জুন ২০২৩ ১০:৪৫
Share:
০১ ১৫

টিনসেল নগরীতে বর্তমানে শুধুমাত্র বলি তারকারাই বিলাসবহুল জীবনযাপন করেন না। তাঁদের সমানতালে টক্কর দেন টেলিজগতের তারকারাও। লক্ষ করলে দেখা যায়, হিন্দি ধারাবাহিকের অভিনেত্রীরাও মাসপ্রতি লক্ষ লক্ষ টাকা পারিশ্রমিক পান।

০২ ১৫

হিনা খান, তেজস্বী প্রকাশ, রুবিনা দিলাইকের মতো অভিনেত্রীরা টেলিজগতের প্রথম সারিতে রয়েছেন। কিন্তু পারিশ্রমিকের নিরিখে তাঁদের মধ্যে কেউই প্রথম নন। উপার্জনের ভিত্তিতে অভিনেত্রীদের তালিকায় সকলকে ছাপিয়ে গিয়েছেন টেলিপাড়ার অন্য এক নায়িকা।

Advertisement
০৩ ১৫

রোমেশ কালরার পরিচালনায় ‘অনুপমা’ ধারাবাহিকটি দর্শকের প্রচুর বাহবা কুড়িয়ে চলেছে। এই ধারাবাহিকের মুখ্যচরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন রূপালি গঙ্গোপাধ্যায়। টেলিপাড়ার অভিনেত্রীদের তালিকায় উপার্জনের নিরিখে এগিয়ে রয়েছেন তিনিই।

০৪ ১৫

টেলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, ধারাবাহিকের পর্বপিছু সর্বাধিক পারিশ্রমিক পান রূপালি। প্রতিটি পর্বে অভিনয় করতে ৩ লক্ষ টাকা পারিশ্রমিক পান তিনি।

০৫ ১৫

প্রতি মাসে নাকি ৭৫ লক্ষ থেকে ১ কোটি টাকা উপার্জন করেন রূপালি।

০৬ ১৫

রূপালির পরেই অভিনেত্রীদের তালিকায় নাম লিখিয়েছেন হিনা খান। ধারাবাহিকে অভিনয় করে হিনাও কম পারিশ্রমিক পান না। ধারাবাহিকের প্রতি পর্বে অভিনয়ের জন্য দু’লক্ষ টাকা পারিশ্রমিক নেন হিনা।

০৭ ১৫

টেলিপাড়া সূত্রে খবর, প্রতি মাসে হিনা ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা উপার্জন করেন।

০৮ ১৫

টেলি অভিনেত্রী রুবিনা দিলাইক হিন্দি ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করলেও তাঁর কেরিয়ার অন্য দিকে মোড় নেয় যখন তিনি ‘বিগ বস্’ রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করেন।

০৯ ১৫

‘বিগ বস্’ রিয়্যালিটি শো থেকে প্রতি সপ্তাহে পাঁচ লক্ষ টাকা উপার্জন করতেন রুবিনা।

১০ ১৫

টেলিপাড়া সূত্রে খবর, ধারাবাহিকে অভিনয় করতে প্রতি মাসে ২০ থেকে ২৫ লক্ষ টাকা পারিশ্রমিক নেন রুবিনা।

১১ ১৫

‘কুণ্ডলী ভাগ্য’ ধারাবাহিকে অভিনয় করে টেলিভিশনজগতে নিজের পরিচিতি গড়ে তোলেন শ্রদ্ধা আর্য। প্রতি পর্বে অভিনয় করে এক লক্ষ টাকা আয় করেন অভিনেত্রী।

১২ ১৫

টেলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, শ্রদ্ধার মাসিক উপার্জন ৪০ থেকে ৪৫ লক্ষ টাকা।

১৩ ১৫

হিন্দি ধারাবাহিকের তালিকায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ‘নাগিন’। এই ধারাবাহিকে মুখ্যচরিত্রে অভিনয় করেন তেজস্বী প্রকাশ।

১৪ ১৫

ধারাবাহিকের প্রতি পর্বে অভিনয় করে দু’লক্ষ টাকা পারিশ্রমিক পান তেজস্বী।

১৫ ১৫

‘বিগ বস্’-এর ১৫তম পর্বে প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেন তেজস্বী। সেই সময়ে প্রতি সপ্তাহে ১০ লক্ষ টাকা উপার্জন করতেন তিনি। মাসে ৪০ লক্ষ টাকা আয় করেন টেলি অভিনেত্রী।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement