শীতপ্রেমীদের কপালে ইতিমধ্যেই চিন্তার ভাঁজ। আবহাওয়া দফতরের পূর্বাভাস জানাচ্ছে আগামী কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের রেশ কমই থাকবে বেশ। অন্য দিকে, উত্তরবঙ্গের পূর্বাভাস অন্য রকম!
দার্জিলিং-সহ গোটা উত্তরবঙ্গে আরও জাঁকিয়ে ঠান্ডা পড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
দার্জিলিঙে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্র এবং শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পঙেও।
তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় আগামী দু’দিন তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সকালের দিকে থাকবে কুয়াশাও।
দক্ষিণবঙ্গেও মোটের উপর শুকনো আবহাওয়া থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ছাড়া কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। কেবল ওই দুই জেলার একটি, দু’টি জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গে ঠান্ডা বৃদ্ধির ইঙ্গিত থাকলেও দক্ষিণে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে বলে জানানো হয়েছে। পরের তিন দিন একই রকম তাপমাত্রা থাকবে।
শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।
সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি কম।
শুক্রবার সারা দিনে কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২১ ডিগ্রি এবং ১৪ ডিগ্রি থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আকাশ আংশিক মেঘলা থাকলেও নতুন করে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।