বিগত দু’মাসের কিছু বেশি সময় ধরে ইউক্রেনের উপর লাগাতার হামলা চালাচ্ছে রাশিয়া। এই হামলার নেপথ্যে যিনি রয়েছেন, তিনি রাশিয়ার ‘একনায়ক’ ভ্লাদিমার পুতিন।
দেশ সামলানোর আগে পুতিন দীর্ঘ দিন রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবি-র দায়িত্ব সামলেছেন। কড়া শাসক হওয়ার পাশাপাশি পুতিন প্রেমিক হিসেবেও এক রঙিন জীবন কাটিয়েছেন বলেই নিন্দকদের দাবি।
১৯৮৩ সালে বান্ধবী লুদমিলা আলেকসান্দ্রোভনাকে বিয়ে করেন পুতিন। বিবাহবিচ্ছেদ হয় ২০১৪ সালে।
দুই কন্যা রয়েছে পুতিন এবং লুদমিলার। ৩৭ বছর বয়সি মারিয়া এবং ৩৫ বছর বয়সি ক্যাটরিনা। এঁরা দু’জনেই পুতিনের ‘বৈধ’ সন্তান।
তবে কানাঘুষোয় শোনা যায়, মারিয়া এবং ক্যাটরিনা ছাড়াও পুতিনের আরও সন্তান রয়েছে। কিন্তু তাঁদের প্রত্যেকের জন্মই বিবাহ-বর্হিভূত সম্পর্কের জেরে। মারিয়া এবং ক্যাটরিনা ছাড়া বৈধ তকমা পাননি আর কেউই।
সম্প্রতি পুতিনের আরও দুই সন্তান থাকার কথা প্রকাশ্যে এসেছে। রাশিয়ার জিমন্যাস্ট আলিনা কাবায়েভা এই দুই সন্তানের মা বলেও শোনা যায়।
চলতি বছরের ৭ অক্টোবর পুতিন ৭০-এ পা দেবেন। আলিনা অবশ্য তাঁর ‘হাঁটুর বয়সি’। ২০০৪ সালের অলিম্পিকে স্বর্ণপদক জয়ী আলিনার বয়স এখন ৩৮।
জিমন্যাস্ট হিসেবে আলিনা মোট ২টি অলিম্পিক পদক, ১৪টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক এবং ২১টি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ পদক অর্জন করেছেন। ২০০১ সালে ডোপ পরীক্ষায় তাঁর শরীরে নিষিদ্ধ মাদক ধরা পড়ার ফলে তাঁকে দু’বছরের জন্য নিষিদ্ধ করা হয়।
জিমন্যাস্টিক থেকে অবসর নেওয়ার পর আলিনা রাজনীতিতে যোগ দেন। ২০০৫ সাল থেকে তিনি রাশিয়ার আইনসভার গতিবিধিতে নজর রাখা দফতর ‘পাবলিক চেম্বার অব রাশিয়া’-র সদস্য হন। পরে সংবাদ মাধ্যম নিয়ন্ত্রক সংস্থা ‘ন্যাশনাল মিডিয়া গ্রুপ’-র চেয়ারওম্যান হন।
সূত্র অনুযায়ী, পুতিন এবং আলিনার প্রথম সন্তান সুইজারল্যান্ডে কড়া নিরাপত্তার ঘেরাটোপে ২০১৫ সালে জন্মগ্রহণ করে।
সুইজারল্যান্ডের এক সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, পুতিন এবং আলিনার দ্বিতীয় সন্তানের জন্ম হয় মস্কোতেই। ২০১৯ সালে। পুতিনের এই দুই পুত্রের জন্ম একই চিকিৎসকের হাতে হয়েছিল বলেও জানা যায়।
প্রথম থেকেই নিজের এই দ্বিতীয় পরিবারকে জনসমক্ষে আসতে দেননি পুতিন। যতটা সম্ভব রেখেছেন দেশবাসীর চোখের আড়ালে। এমনকি দুই সন্তানের জন্মের সময়ও নাকি তিনি উপস্থিত ছিলেন না।
তবে পুতিন-আলিনার পরিবারের তরফ থেকে পুরো বিষয়টি গুজব বলেই উড়িয়ে দেওয়া হয়।
দীর্ঘ দিন দেখা না মেলায় সম্প্রতি এ-ও গুজব রটেছিল যে, আলিনা এবং তাঁর সন্তানরা কিভ-মস্কো সঙ্ঘাতের সময় থেকেই সুইজারল্যান্ডের এক পরমাণু হামলারোধী বাঙ্কারে লুকিয়ে ছিলেন। তবে বেশ কিছু দিন আগে আবারও ক্রেমলিন চত্বরে দেখা মিলেছে আলিনার।
পুতিনের আরও এক মেয়ে রয়েছে বলেও মনে করা হয়। তাঁর নাম লুইজা রোজোভা। ১৯ বছর বয়সি লুইজা কোটিপতি ব্যবসায়ী স্বেতলানা ক্রিভোনোগিখের মেয়ে।
৪৫ বছর বয়সি স্বেতলানা দেশের অন্যতম ধনী মহিলা। তবে স্বেতলানা নিজের জীবন শুরু করেন এক ঝাড়ুদার হিসেবে। এক সময় পুতিন তাঁর প্রেমেও হাবুডুবু খেতেন বলেও অনেকে মনে করেন।